14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আজ সোমবারের রাশিফল ও ভাগ্য সঙ্গে রাখার টিপস

ডেস্ক
June 12, 2023 8:24 am
Link Copied!

আজ সোমবারের রাশিফল ও ভাগ্য সঙ্গে রাখার টিপস :  চন্দ্র মীন রাশিতে সঞ্চার করবে। আজকের দিনটি মীন রাশির জাতকদের জীবনে মিশ্র প্রভাব বিস্তার করবে। তবে বৃষ রাশির জাতকরা আকস্মিক লাভ অর্জন করতে পারবেন। অন্য দিকে বৃশ্চিক রাশির জাতকদের আজকের দিনটি খুব ভালো। ভাগ্য সঙ্গে রাখার টিপস

কুম্ভ রাশিফল (Aquarius Horoscope)​​: কুম্ভ রাশির জাতকরা কাজকর্মের ক্ষেত্রে দোটানায় থাকবেন। কর্মক্ষেত্রে কাজের গতি কমবে। ব্যয় বাড়বে। এর ফলে বাজেট নষ্ট হতে পারে। এর ফলে পারিবারিক জীবন প্রভাবিত হবে। পরিবারের পরিবেশ মিনিটে মিনিটে পাল্টাবে, সহযোগিতার অভাবের কারণে কলহ বাড়বে। বাবা বা বয়স্ক ব্যক্তির স্বাস্থ্যের পিছনে ব্যয় হবে। দীর্ঘযাত্রার পরিকল্পনা মনের মধ্যেই থেকে যাবে। ধর্মীয় যাত্রা হবে।

ভাগ্য সঙ্গে রাখার টিপস: ৯৫ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। শিব জাপ মালা পাঠ করুন।

মেষ রাশিফল (Aries Horoscope)​​: মেষ রাশির জাতকরা সহজ ও সরল স্বভাব বজায় রাখুন। আপনার স্বভাবের কারণে পরিবারে অশান্তির পরিবেশ গড়ে উঠবে। পাশাপাশি ক্ষুব্ধ আত্মীয়দের রাগ ভাঙানোর ক্ষেত্রে অধিক অর্থ ব্যয় করতে হবে। সন্ধ্যার পর সমস্ত ধরনের সুখ লাভ করার ফলে মনে ভরপুর আনন্দ জাগবে। তবে নিজের বা পরিবারের সদস্যের স্বাস্ত্য দুর্বল হওয়ায় সমস্যা হতে পারে। ব্যয় নিয়ন্ত্রণে রাখুন। তা না-হলে আর্থিক সমস্যা দেখা দিতে পারে।

ভাগ্য সঙ্গে রাখার টিপস: আজ ৮৩ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গে থাকবে। ক্ষুধার্তদের খাবার খাওয়ান।

কর্কট রাশিফল (Cancer ​Horoscope)​​: কর্কট রাশির জাতকদের ব্যক্তিত্ব উন্নত হবে। তবে আপনার জেদি স্বভাব, পরিবারের কিছু সদস্যদের সমস্যায় ফেলতে পারে। এর ফলে বাড়ির শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট হবে। কাজ ও ব্যবসায়ে লাভের সম্ভাবনা কমবে। ব্যবসায় ভুলেও লগ্নি করবেন না, এর ফলে লোকসান সম্ভব। পরিবারে উৎসবের পরিবেশ থাকবে। কাম-বাসনা অধিক থাকবে। ভুল কাজের ফলে লোকসান সম্ভব। জরুরি হলে যাত্রা করুন, তা না-হলে এড়িয়ে যাওয়াই ভালো।

ভাগ্য সঙ্গে রাখার টিপস: আজ ৭১ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। সকালে সূর্যকে তামার লোটায় জল নিবেদন করুন।

মকর রাশিফল (Capricorn Horoscope)​​: মকর রাশির জাতকরা কাজকর্মের প্রতি কম গম্ভীর থাকবেন। দিনের শুরু থেকে আলস্য় প্রভাব বিস্তার করবে আপনার ওপর। কাজ ও ব্যবসা থেকে অধিক প্রত্যাশা করবেন না। তাড়াহুড়োয় কাজ করবেন, তার পর প্রয়োজনীয়তা অনুযায়ী অর্থ লাভ করবেন। সন্ধ্যাবেলা অসুস্থত হবেন। ধর্মীয় আবেগ বাড়বে। মন্দিরে যাবেন। রতে হইহুল্লোড় করে সময় কাটাবেন। ব্যয় বাড়বে।

ভাগ্য সঙ্গে রাখার টিপস: ভাগ্য আজ ৬৬ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। যোগ প্রাণায়াম অভ্য়াস করুন।

মিথুন রাশিফল (Gemini Horoscope)​​: মিথুন রাশির জাতকরা অত্যন্ত সন্তুষ্ট থাকবেন। এই রাশির মহিলারা দুখী হতে পারে। কর্মক্ষেত্রে বিলম্ব হলেও আপনার কাজ অধিক প্রভাবিত হবে না। দুপুর নাগাদ ব্যবসার গতি বাড়বে। এর ফলে বেশ কয়েকদিন ধরে অসম্পূর্ণ থাকা নিজের ইচ্ছাপূরণ করতে পারবেন। দৈনন্দিন ব্যয় বৃদ্ধির ফলে অর্থ সঞ্চয় করতে পারবেন না। আর্থিক সমস্যা পারিবারিক কলহের কারণ হয়ে দাঁড়াবে। সন্ধ্যার পর ভালো সময় কাটাবেন। দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে, সতর্ক থাকুন।

ভাগ্য সঙ্গে রাখার টিপস: ভাগ্য ৮৬ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। শনির দর্শন করুন ও তেল নিবেদন করুন।

​​ সিংহ রাশিফল (Leo Horoscope)​​: সিংহ রাশির জাতকদের আজকের দিনটি আগের তুলনায় ভালো কাটবে। মনস্কামনা পূরণে বাধা আসবে। মধ্যাহ্নের আগে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। পেশাগত বা সামাজিক ক্ষেত্রে সকলে আপনাকে ছোট করার চেষ্টা করবে, তবে আপনি তা উপেক্ষা করুন না। তা না-হলে মনের নেতিবাচক চিন্তাভাবনা ভবিষ্যৎ সময়ের জন্য ক্ষতিকর প্রমাণিত হবে। সন্ধ্যার আগে স্বস্তি থাকবে। বাড়ির পরিবেশ আনন্দদায়ক থাকবে। বাড়িতে পুজোর আয়োজন করবেন। স্বাস্থ্য ভালো থাকবে। ঠান্ডা খাবার খাবেন না।

ভাগ্য সঙ্গে রাখার টিপস: ভাগ্য ৯৪ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। সাদা চন্দনে তিলক লাগান ও শিবকে তামার লোটায় জল নিবেদন করুন।

তুলা রাশিফল (Libra Horoscope)​: তুলা রাশির জাতকদের আজকের দিনটি সমস্যা সঙ্কুল। কর্মক্ষেত্রে অনুকুল পরিবেশ লাভ করবেন। অসম্পূর্ণ কাজ করার ক্ষেত্রে কঠিন পরিস্থিতির মুখোমুখি হবেন। বাবা আপনার কোনও কাজে রেগে যেতে পারে। তবে বাড়ির অন্যান্য সদস্যরা আপনার দ্বারা প্রসন্ন থাকবেন। পারিবারিক ব্যয় বৃদ্ধির ফলে বাজেচ প্রভাবিত হতে পারে। বন্ধু ও আত্মীয়দের মধ্যে স্নেহ ও উপহারের আদান-প্রদান হবে। স্বাস্থ্য ভালো থাকবে।

ভাগ্য সঙ্গে রাখার টিপস: ভাগ্য ৭৯ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। সূর্যকে অর্ঘ্য নিবেদন করুন।

মীন রাশিফল (Pisces Horoscope)​​: মীন রাশির জাতকদের পরিজনদের স্বভাব আপনার ব্যবহারের ওপর নির্ভর করবে। পারিবারিক ও ব্যক্তিগত জীবনে দোটানায় থাকবেন। স্বামী-স্ত্রীর স্বভাব পরিবর্তনের ফলে কলহ সম্ভব। কর্মক্ষেত্রে প্রত্যাশা থাকবে। তবে অতীত ভুলের কারণে অনুতাপ হতে পারে। আয় কমায় ব্যয় পূর্ণ করা সম্ভব হবে না। দুপুরে প্রচুর ব্যয় হবে। পারিবারিক প্রয়োজনীয়তা পূরণে তাড়াহুড়ো করবেন না। স্বাস্থ্য ভালো থাকবে।

ভাগ্য সঙ্গে রাখার টিপস: আজ ৮১ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। গণেশকে লাড্ডুর ভোগ নিবেদন করুন।

ধনু রাশিফল (Sagittarius Horoscope)​​: ধনু রাশির জাতকদের আজকের দিনটি অপ্রয়োজনীয় দৌড়ঝাপে কাটবে। পারিবারিক কাজের জন্য বিবাদ সম্ভব, দুপুর পর্যন্ত এর দ্বারা প্রভাবিত হবেন। এর পর পরিস্থিতি সাধারণ হবে। সামাজিক পরিসর বৃদ্ধি পাবে। দুষ্ট প্রবৃত্তির ব্যক্তির থেকে দূরে থাকুন, তা না-হলে নিজের ও পরিবারের অন্যান্য সদস্যদের অপমানের কারণ হয়ে দাঁড়াবেন। মহিলাদের অন্য়ান্য দিনের তুলনায় অধিক পরিশ্রম করতে হবে। প্রয়োজনের সময় সহযোগিতা না-পাওয়ায় বিরক্তি হবে, এর ফলে কিছু সময়ের জন্য পরিবারে অশান্তি সম্ভব। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সময় বিনোদনে কাটবে।

ভাগ্য সঙ্গে রাখার টিপস: ভাগ্য আজ ৮০ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। কৃষ্ণকে মাখন-মিশ্রীর ভোগ নিবেদন করুন।

বৃশ্চিক রাশিফল (Scorpio Horoscope)​​: বৃশ্চিক রাশির জাতকদের ব্যবহার ভালো থাকবে। তবে কাজকর্মে আলস্য থাকবে। অধিক পরিশ্রম যুক্ত কাজ এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। তবে দুপুরের মধ্যে কোনও না-কোনও কারণে অধিক পরিশ্রম করতে হবে। দুপুরের পর স্বাস্থ্য দুর্বল হবে। তাই আগেই জরুরি কাজ করে নিন। কাজ ও ব্যবসায় পরিশ্রম করলে লাভ হবে। স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ সম্ভব। অসুস্থতা সত্ত্বেও সন্ধ্যার পর বিনোদনের সুযোগ হাতছাড়া করবেন না।

ভাগ্য সঙ্গে রাখার টিপস: আজ ৮৩ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। দরিদ্রদের বস্ত্র ও ভোজন দান করুন।

বৃষ রাশিফল (Taurus Horoscope)​​: বৃষ রাশির জাতকদের আজ যে কোনও ভাবে লাভ অর্জন করতে পারবেন। দিনের প্রথমাংশে লাভের পরিমাণ কমবে। কোনও না-কোনও চিন্তা আপনার মাথায় ঘোরাফেরা করতে থাকবে। জমি-বাড়ি বা স্থাবর সম্পত্তির রক্ষণাবেক্ষণে অর্থ ব্যয় হবে। পরিবারে ধর্মীয় পরিবেশ থাকবে। বন্ধু বা আত্মীয়দের আগমনে উৎসাহ বৃদ্ধি পেতে পারে। কাজ ও ব্যবসায় অধিকাংশ সময় দিতে করতে পারবেন না। তবে কম সময়ে ব্যয় করা টাকা তুলে নিতে পারবেন। গুরুত্বপূর্ণ কাজ বাতিল করবেন না, তা না-হলে তা পূর্ণ হওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। গাড়ি কিনতে পারেন। তবে কোনও না-কোনও ব্যক্তির সঙ্গে কথা কাটাকাটি হতে পারে।

ভাগ্য সঙ্গে রাখার টিপস: ভাগ্য ৯১ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে থাকবে। পার্বতী ও উমার পুজো করুন।

কন্যা রাশিফল (Virgo Horoscope)​: কন্যা জাতকদের আজকের দিনটি খুব আরামে কাটবে। ভেবেচিন্তে কথা বলুন। তা না-হলে আপনার অপমান হতে পারে। দিনের শুরুতে আলস্য থাকবে, তবে জরুরি কারণে অনিচ্ছা সত্ত্বেও কাজ করতে হবে। বিনোদন ছাড়া অন্য কোনও কাজ করতে চাইবেন না। কেউ আপনার ইচ্ছাপূরণের পথে বাধা সৃষ্টি করলে রেগে যাবেন। সীমিত আয়ের মধ্যেই সন্তুষ্ট থাকতে হবে। চাকরিজীবীদের আজ কোনও না-কোনও ব্যক্তির কথা শুনতে হবে।

ভাগ্য সঙ্গে রাখার টিপস: ভাগ্য ৭৭ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। বিষ্ণুকে বেসনের লাড্ডু নিবেদন করুন।

http://www.anandalokfoundation.com/