13yercelebration
ঢাকা

আজ শনিবার ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণা

ডেস্ক
June 29, 2024 6:28 am
Link Copied!

আজ শনিবার ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণার কথা রয়েছে। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে চার প্রার্থীর মধ্যে একজনকে প্রেসিডেন্ট হিসেবে বেছে নেবে দেশটির জনগন। গতকাল শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে বিকেল ৬ টা পর্যন্ত ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

প্রতিদ্বন্দ্বিতাকারী চার প্রার্থী হলেন দেশটির পার্লামেন্টের স্পিকার ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সাবেক কমান্ডার মোহাম্মদ বাগের গালিবাফ, সংস্কারপন্থী নেতা মাসৌদ পেজেশকিয়ান, পরমাণু কর্মসূচি বিষয়ক সাবেক মধ্যস্থতাকারী সাঈদ জালিলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফা পুরমোহাম্মদি। এদিকে কয়েক সপ্তাহ ধরে টুইটারে (এক্স) ‘ইলেকশনসার্কাস’ নামে একটি হ্যাশট্যাগের  ব্যাপক ব্যবহার করেছে ইরানিরা।

ইরানে আগামী বছরের জুনে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হওয়ার কথা ছিল। কিন্তু ১৯ মে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিহত হওয়ায় প্রেসিডেন্ট পদটি শূন্য হয়ে পড়ায় আগাম নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

http://www.anandalokfoundation.com/