দি নিউজ ডেক্সঃ বাংলাদেশের অকৃত্রিম বন্ধু’ ওমানের সুলতান কাবুস বিন সাইদ আল সাইদের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। আজ রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালন করা হবে বলে এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে।
বিবরণীতে জানানো হয় ওমানের রাষ্ট্রপ্রধান কাবুস এর মৃত্যুতে বাংলাদেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। শুক্রবার ৭৯ বছর বয়সে মারা যান মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ ওমানের রাষ্ট্রপ্রধান কাবুস। তার মৃত্যুতে ওমানে তিন দিনের শোক পালনের মধ্যে বাংলাদেশে শোক পালনের সিদ্ধান্ত আসে। বাংলাদেশের রাষ্ট্রীয় শোকের দিনে কাবুসের জন্য সব মসজিদে বিশেষ দোয়া এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বলে জানানো হয় তথ্য বিবরণীতে জানানো হয়।