পৌরহিত্যের ভাষায় মল মাস হল ‘মলিন মাস’। হিন্দি বলয়ে বলা হয় ‘অধিক মাস’। অর্থাৎ, অতিরিক্ত মাস। সনাতন শাস্ত্র ও পুরাণ মতে সূর্য ক্যালেন্ডার অনুযায়ী ৩৫৫ দিনে এক বৎসর সম্পন্ন হয়। অন্যদিকে চন্দ্র ক্যালেন্ডার অনুযায়ী ৩৬৫ দিনে এক বছর সম্পন্ন হয়। এই দুই ক্যালেন্ডারের ১০ দিনের মতপার্থক্য দূর করতে প্রতি ৩ বছর অন্তর বাংলা বছরে একটি অতিরিক্ত অধিমাস যুক্ত করা হয়। এবং বছরের কোনো একটি মাস মল হয়ে থাকে। এই মল মাসের আরেকটি বিশেষত্ব হচ্ছে মল মাসে দুটি অমাবস্যা হয়ে থাকে। এই বছর শ্রাবণ মাস মল মাস হিসেবে পরিগণিত হচ্ছে। আজ রাত থেকে শুরু হচ্ছে মল মাস, জেনে নিন মল মাসের রহস্য
এবছর মল মাস ইংরেজি ১৮ই জুলাই থেকে ১৬ই অগাস্ট পর্যন্ত স্থায়ী হতে চলেছে। বাংলা ১ শ্রাবণ থেকে ৩০শে শ্রাবণ পর্যন্ত মল মাস স্থায়ী হচ্ছে।
‘মল’ শব্দের অর্থ অশুভ। তাই এই মাসকে বর্জিত হিসেবে সনাতন ধর্মের কোনও পূজা বা শুভ অনুষ্ঠান যেমন বিবাহ, অন্নপ্রাশন ইত্যাদি হয় না। তবে শ্রাদ্ধ বা সপিণ্ডকরণ করা যায়।
বৈদিক কর্মকাণ্ডের জন্য এটি শুভ না হলেও পরমার্থিক কর্মকাণ্ডের জন্য এটি শুভ। এই মাসটি সমস্ত প্রকার কর্মশূন্য। এই মাসে ভগবানের নাম করলে তা অধিক ফলপ্রদ হয়। তাই মলমাস কে পুরুষোত্তম মাস ও বলা হয়। তাই মলমাস একদিক থেকে অশুভ হলেও অন্যদিকে শুভ।
বাংলায় দুই থেকে তিন বছর অন্তর অন্তর একটি মল মাস হয়। কারণ সূর্যের একমাস তিরিশ দিনে হলেও চাঁদের একমাস সাতাশ থেকে সাড়ে উনত্রিশ দিনে হয়। কয়েকদিনের এই ফারাক এক বছরে গিয়ে দাঁড়ায় এগারো দিন। আর এই ফারাকের জন্যই তিন বছর পরে মলমাস হয়।
হিন্দু পুরাণে কথিত আছে যে, শ্রাবণ মাস হলো মহাদেব দেবাদিদেব শিব শঙ্করের উদ্দেশ্যে উৎসর্গীকৃত মাস। তাই শ্রাবণ মাস জুড়ে মহাদেবের ভক্তরা ছুটে চলেন বাবা ধাম এর উদ্দেশ্যে। যারা শিবকে আরাধ্য বলে মানেন, তারা প্রায় সকলেই এই মাসে বিশেষভাবে ত্রিলোকেশ্বর, বিশ্বেশ্বর এর আরাধনায় মগ্ন থাকেন।
হিন্দু শাস্ত্রে উল্লিখিত আছে যে, মল মাসে নিষ্কাম ভাবে দেব-দেবীর পূজার্চনা করা যেতে পারে। অর্থাৎ কোনো মনোবাসনা ছাড়াই এই মাসে দেবতাদের পূজা ও সেবা করা বিধির বিধেয়। তাই কেউ যদি নিষ্কাম ভাবে দেবাদিদেবের আরাধনা করতে পারেন তবে সমস্ত রকম কামনা-বাসনা থেকে মুক্তির পথে উত্তীর্ণ হবেন আপনি।
ভারতের পশ্চিমবঙ্গ ছাড়াও অসম, মনিপুর, ত্রিপুরা, ওড়িশা, ছোটনাগপুর, সাওতাল পরগণা, পুর্ণিয়া ও বাংলাদেশ এই বিরাট ভূখণ্ডের মানুষ মেনে চলে।