বরিশালের আগৈলঝাড়া থানা পুলিশ বুধবার রাতে অভিযান চালিয়ে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক এক আসামীসহ দুই জনকে গ্রেফতার করেছে।
থানা অফিসার ইন চার্জ মো. অলিউর রহমান জানান, মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী উপজেলার বাগধা ইউনিয়নের আমবৌলা গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো. মামুন ওরফে মমিনকে এএসআই মাকসুদুর রহমান বুধবার রাতে অভিযান চালিয়ে ঢাকা থেকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মামুন ঝিগাতলার ভারাটিয়া বাসিন্দা ও ধানমন্ডি থানার মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ধানমন্ডি থানার মামলা নং-৫ (৫/৫/২০০৭) এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী।
তিনি আরও বলেন- বিশেষ দায়রা মামলায় (২৫৬/২২) এর সিনিয়র দায়রা জজ মো. রফিকুল ইসলাম এর আদালত ২০২৩ সালের ১৯ জুন আসামী মামুনের অনুপস্থিতিতে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন। রায়ের দিন থেকেই মামুন পলাতক ছিলেন।
একই রাতে অভিযান চালিয়ে উপজেলার বাকাল ইউনিয়নের যবসেন গ্রাম থেকে ওই গ্রামের মনু সিকদারের ছেলে তুহিন সিকদারকে (৩২) গ্রেফতার করেছে এসআই আবদুল্লাহ আল মামুন। গ্রেফতারকৃত তুহিন জিআর ৭৬/২৪ মামলার ওয়ারেন্টভুক্ত পালতক আসামী।
গ্রেফতারকৃত মামুন ওরফে মমিনকে বৃহস্পতিবার বরিশাল কেন্দ্রীয় কারাগারে এবং তুহিনকে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।