বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ চত্তরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিনের নেতৃত্বে শহীদদের প্রতি বিন¤্র শ্রদ্ধা নিবেন করেন উপজেলার কর্মকর্তা-কর্মচারীগন।
পরে শহীদ আ. রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে রাস্ট্রীয় সালাম গ্রহন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা অফিসার ইন চার্জ মো. ওলিউল্লাহ। এরপরে দিবসের তাৎপর্য তুলে ধরে সর্বস্তরের জনগনের উদ্যেশ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন। এসময় উপজেলা বিএনপি নেতৃবৃন্দসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ বীর মুক্তিযোদ্ধাগন উপস্থিত ছিলেন।
পরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিনের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত চিলেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন, থানা অফিসার ইন চার্জ মো. ওলিউল্লাহ, কৃষি কর্মকর্তা পিযুষ রায় প্রমুখ। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির অগ্রগতি কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।