জুলাই, পিলখানা এবং শাপলা চত্তরে গণহত্যার প্রতিবাদে পঞ্চগড়ে শহীদ পরিবারদের অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
রবিবার (৬ এপ্রিল) বেলা ১১ টার দিকে ওয়ারিয়ার্স অফ জুলাই নামে সংগঠনের ব্যানারে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। এতে গণ অধিকার পরিষদ এবং ইসলামী আন্দোলনের নেতারাও যোগ দেন।
এ সময় সংগঠনটির পঞ্চগড় শাখার আহ্বায়ক আব্দুল্লাহ আল মাসুদের সভাপতিত্বে সাধারন সম্পাদক সাজেদুর রহমান আকাশ, জুলাই আন্দোলনে শহীদ সাজু ইসলামের স্ত্রী শারমিন আক্তার , শাহাবুলের স্ত্রী শারমিন, শহীদ সাগরের মা ছকিনা বেগম, শহীদ সুমনের পিতা হামিদ, গন অধিকার পরিষদ পঞ্চগড় শাখার আহ্বায়ক মাহাফুজার রহমান, ইসলামী আন্দোলনের সাধারন সম্পাদক সুলতান মাহামুদ প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাদের দাবী এখনো শহীদদের রক্তের দাগ শুকায়নি, এখনো আহতরা কেদে কেদে দিন পার করছেন অথচ হত্যাকারীদের বিচার এখনো হয়নি। শহীদদের রক্তের সাথে বেইমানী করা হচ্ছে। রৌদ্রে খরতাপে রাস্তায় এখনো আমাদের খুনি শেখ হাসিনার বিচার চাইতে হচ্ছে। অনেকে খুনি হাসিনাকে পূর্নবাসনের উদ্যোগ নিচ্ছেন। গণহত্যার দায়ে শেখ হাসিনার জনসম্মুখে ফাঁসি দিয়ে আওয়ামীলীগকে নিষিদ্ধ করার দাবী জানান বক্তারা। ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচিতে জেলার পাঁচজন শহীদের পরিবার সহ জুলাই আন্দোলনের ছাত্র ছাত্রীরা অংশ নেন।