পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এ্যাডঃ আমজাদ হোসেনের আশু রোগ মুক্তি কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে আইনজীবী সমিতি মিলনায়তনে সমিতির সভাপতি এ্যাডঃ জিএম আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন এ্যাডঃ জিএ সবুর, টিএম মহিউদ্দীন, শেখ লোকমান হোসেন, মোজফ্ফার হাসান, আব্দুল মজিদ গাজী, শফিকুল ইসলাম, কামরুল ইসলাম, আমিনুল ইসলাম, বেলাল উদ্দীন, শেখ বারিকুল ইসলাম, শেখ তৈয়ব হোসেন, মোহতাছিম বিল্লাহ, বিলাস চন্দ্র রায়, কিশোরী মোহন, সমীর কুমার বিশ্বাস, বিপ্লব কান্তি মন্ডল, চিত্তরঞ্জন সরকার, প্রধীশ কুমার হালদার, অজিত কুমার মন্ডল ও সেলিনা আক্তার। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন কোট জামে মসজিদের ইমাম আলহাজ্ব মাওঃ শামসুদ্দীন ও হাফেজ মাওঃ আব্দুল হান্নান ওমর।