14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আংগারিয়ায় সজিব মোল্যাকে ইয়াবা সহ আটক

admin
December 4, 2016 5:59 pm
Link Copied!

শরীয়তপুর প্রতিনিধি ॥ শরীয়তপুর পৌরসভার ঐতিহ্যবাহি আংগারিয়া বাজার থেকে সজিব মোল্যা (২৭)কে ইয়াবা সহ আটক করেছে জেলা ডিবি পুলিশ।

আজ রবিবার দুপুরে আংগারিয়া বাগচি বাজার মোড় সংলগ্ন শাহজাহান মোল্লার এসএমম ট্রেডার্স জেনারেল মার্সেন্ট এ্যান্ড ঠিকাদার প্রতিষ্ঠানের সামনে থেকে ২৩ পিচ ইয়াবা সহ সজিবকে আটক করা হয়।

মামলা সূত্রে জানা যায়, আংগারিয়া বাগচি বাজারে সজিব মোল্যা ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের জন্য অপেক্ষা করছে। এমন সময় গোপন সংবাদের ভিতিত্তে জেলা ডিবি পুলিশের এসআই মোঃ শাহজাহান মোল্যার নেতৃত্বে এএসআই কেএম খালেদুজ্জামান, এএসআই আহসান হাবীব, কনেস্টবল বাচ্চু মোল্যা, রাকিবুল ইসলাম, মেহেদী হাসান, সজিব মোল্যা সহ ডিবি পুলিশের একটি ফোর্স বাগচি বাজার এলাকায় অভিযান চালায়। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে সজিব মোল্যা পালিয়ে যাওয়ার চেষ্ঠা করে। ডিবি পুলিশের তৎপরতায় ইয়াবা সহ আটক হয় সজিব মোল্যাকে। শরীয়তপুর সদর উপজেলার চিতলিয়া ইউনিয়নের কাশিপুর গ্রামের আঃ রাজ্জাক মোল্যার ছেলে সজিব মোল্যা। ১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন (সংশোধনী/২০০৪) এর ১৯(১) এর টেবিল ৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

http://www.anandalokfoundation.com/