তুরস্কের একটি অস্ত্র তৈরির কারখানায় বিস্ফোড়ণে এখন পর্যন্ত ১২ জন নিহত হয়েছেন, আহত অন্তত চারজন।
মঙ্গলবারের (২৪ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৮টা ২৫ মিনিটে তুরস্কের বালিকেসির প্রদেশের কারেসি জেলায় অস্ত্র তৈরির কারখানার একটি অংশে বিস্ফোরণটি ঘটে। পড়ে দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া বিস্ফোড়ণে হতাহতের খবর নিশ্চিত করেছেন। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।
বালিকেসি প্রদেশের কাভাকলি গ্রামের একটি কারখানায় বিস্ফোড়ণটি ঘটে। স্থানীয় গণমাধ্যমে সম্প্রচারিত ফুটেজে কারখানার বাইরে কাঁচ এবং ধাতুর টুকরো ছড়িয়ে ছিটিয়ে পড়তে দেখা গেছে। সেখানে বেশ কিছু অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে ছিল।
স্থানীয় গভর্নর ইসমাইল উস্তাওগলু বলেন, প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী বিস্ফোরণে ১২ জন কর্মচারী মারা গেছেন। চারজনকে আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে। তাদের অবস্থা গুরুতর নয় বলে কর্মকর্তারা জানিয়েছেন।
হতাহতের ঘটনায় শোক প্রকাশ করে তিনি বলেন, ‘আমি নিহতদের প্রতি সৃষ্টিকর্তার কাছে রহমত কামনা করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’
স্থানীয় কর্তৃপক্ষ নাশকতার আশঙ্কা নাকচ করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েরলিকায়া বলেন, প্রাথমকিভাবে বিস্ফোড়ণের কারণ জানা যায়নি। আমরা এর কারণ কী তা খুঁজে বের করার চেষ্টা করছি।