নিউজ ডেস্ক: ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে একটি বড় বিপর্যয় ঘটেছে।
বুধবার পুরুষদের টেবিল টেনিস প্রতিযোগিতায়, সুইডেনের ট্রুলস মোরগার্ড বিশ্ব নম্বর ১ চীনা খেলোয়াড় ওয়াং চুকিনকে পরাজিত করে অলিম্পিকে প্রথমবারের মতো রাউন্ড অফ ১৬-এ যোগ্যতা অর্জন করেছে।
চুকিন ওয়াং ডব্লিউআর১ প্যারিসে পুরুষদের একক থেকে বাদ পড়েছেন।
বিশ্ব ২৬ নম্বর সুইডেনের মোরেগার্ড রাউন্ড অফ ৩২-এ বিশ্ব নম্বর ১ ওয়াংকে 4-2-এ হারিয়েছে চীন টেবিল টেনিস এবং অলিম্পিকে।
প্রতি অলিম্পিকেই টেবিল টেনির ইভেন্টে চীনে দাপট দেখা যায়। এবার সেখানে পরিবর্তন দেখা যাচ্ছে।
টেবিল টেনিসের সব গুলো সোনাই জিতে নিত চীন। এবার তেমনটা হচ্ছে না।