এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মায়ের উপর অভিমান করে রাশেদা (১৩) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে উপজেলার দেবনগড় ইউনিয়নের ঝালিংগিগছ গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহত রাশেদা ওই গ্রামের সায়েদ আলীর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িতে মা ও মেয়ে দুজনেই থাকতো। মঙ্গলবার বিকেলে মায়ের সাথে রাগারাগি করে রাশেদা সন্ধায় মায়ের অজান্তে ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্বহত্যা করে। পরে তার মা ঝুলন্ত অবস্থায় দেখে কান্নাকাটি করলে স্থানীয়রা ইউনিয়ন পরিষদ ও থানা পুলিশকে খবর দেয়।
দেবনগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন আলী কিশোরীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা বিষয়টি নিশ্চিত করেন।