14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পাঁচ দিনে ৪ কোটি ২৩ লাখ মিটার কারেন্ট জাল জব্দ ও ছয় লাখ টাকা জরিমানা

Brinda Chowdhury
January 12, 2020 2:38 pm
Link Copied!

অবৈধ জালের ব্যবহার বন্ধে পাঁচ দিনে চার কোটি ২৩ লাখ মিটার কারেন্ট জাল জব্ধ ও ছয় লাখ টাকা জরিমানা করেছে বিশেষ অভিযান।

জাটকাসহ অন্যান্য সামুদ্রিক প্রজাতির মাছের ডিম, লার্ভী ও পোনা রক্ষায় মৎস্যসম্পদ ধ্বংসকারী বেহুন্দি জাল এবং অন্যান্য অবৈধ জাল নির্মূলে পরিচালিত সম্মিলিত বিশেষ অভিযানে পাঁচ দিনে ১৩১টি মোবাইল কোর্টের মাধ্যমে ৫৩০টি অভিযান পরিচালিত হয়। এসব অভিযানে ৯১৭টি বেহুন্দি জাল, চার কোটি ২৩ লাখ মিটার কারেন্ট জাল, অন্যান্য ৬২৭টি অবৈধ জাল এবং ৭৬৯টি মাছ ধরার নৌকা আটক করা হয়। এসময় প্রায় ২৬০০ কেজি জাটকা জব্ধ, ছয় লাখ টাকা জরিমানা এবং ২৭ জনকে বিভিন্ন মেয়াদে জেল প্রদান করা হয়। জব্ধকৃত জাটকা মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

উল্লেখ্য, মৎস্যসম্পদ ধ্বংসকারী অবৈধ জালের ব্যবহার বন্ধে ১৩টি জেলায়: ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, চাঁদপুর, কক্সবাজার, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, বরগুনা, বাগেরহাট, সাতক্ষীরা, মুন্সীগঞ্জ এবং পিরোজপুরে ১ম ধাপে ০৭ জানুয়ারি হতে ১৩ জানুয়ারি পর্যন্ত ০৭ দিন সম্মিলিত বিশেষ অভিযান চলছে এবং ২য় ধাপে ২১ জানুয়ারি হতে ২৮ জানুয়ারি পর্যন্ত ০৮ দিন সম্মিলিত বিশেষ অভিযান পরিচালিত হবে।

এ অভিযানে জেলা ও উপজেলা প্রশাসন, নৌপুলিশ এবং কোস্টগার্ডসহ মৎস্য বিভাগের কর্মকর্তাগণ অংশগ্রহণ করছেন।

http://www.anandalokfoundation.com/