14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

অতি আত্মবিশ্বাস ক্ষতির কারণ হতে পারে: শেখ হাসিনা

admin
December 23, 2017 11:29 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ অতি আত্মবিশ্বাস ক্ষতির কারণ হতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে রংপুর সিটি নির্বাচনে দলীয় প্রার্থীর বড় ব্যবধানে পরাজয়ের কারণ চিহ্নিত করে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে নেতাদের নির্দেশ দিয়েছেন তিনি।

শনিবার সন্ধ্যায় গণভবনে শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত দলের সভাপতিমণ্ডলীর সভায় তিনি এই নির্দেশ দেন। পরিবর্তন ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন সভায় উপস্থিত থাকা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবাহান গোলাপ।

তিনি বলেন, নেত্রী দলের কেন্দ্রীয় নেতাদের সাফ জানিয়ে দিয়েছেন যে, ঢাকা উত্তর সিটিতে গ্রহণযোগ্য প্রার্থী দেয়া হবে। আর আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে নেতাদের ভোটারদের কাছে সরকারের উন্নয়নকাজ তুলে ধরার তাগিদও দিয়েছেন তিনি।

এছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য সম্ভাব্য প্রার্থীদের জরিপ চলছে। জরিপ শেষে মনোনয়ন দেয়া হবে বলে সভায় সিদ্ধান্ত নেয়া হয়।

http://www.anandalokfoundation.com/