13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

৯৩ বছর বয়সে বিয়ের পিঁড়িতে চাঁদে হাঁটা অলড্রিন

ডেস্ক
January 22, 2023 11:52 am
Link Copied!

চাঁদের মাটিতে পা রাখা দ্বিতীয় মানব বাজ অলড্রিন ৯৩ বছর বয়সে বিয়ে করেছেন। নিজের ৯৩তম জন্মদিনটি বিয়ে করে উদযাপন করলেন তিনি। চাঁদে হাঁটা অলড্রিন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার অলড্রিন তার দীর্ঘদিনের প্রেমিকা ৬৩ বছরের অ্যানকা ফাউরকে বিয়ে করেন তিনি।

টুইটে অলড্রিন জানান, লস অ্যাঞ্জেলেসে একটি ছোট অনুষ্ঠানে ৬৩ বছর বয়সী ড. অ্যানকা ফাউরের সঙ্গে তিনি বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অলড্রিন বিয়ের ছবিও শেয়ার করেছেন।

অলড্রিনের অবশ্য এটাই প্রথম বিয়ে নয়। এর আগে আরও তিন বার বিয়ে করেছেন তিনি, কিন্তু কোনো বিয়েই স্থায়ী হয়নি।

http://www.anandalokfoundation.com/