13yercelebration
ঢাকা

৩০ জেলা রেজিস্ট্রার বদলি

admin
September 1, 2015 7:53 am
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ বিভিন্ন জেলায় কর্মরত ১৬ রেজিস্ট্রারকে অন্য জেলায় এবং সদ্য পদোন্নতিপ্রাপ্ত ১৪ জনকে জেলা রেজিস্ট্রার হিসেবে পদায়ন করেছে আইন মন্ত্রণালয়। নতুন কর্মকর্তাদের অভিজ্ঞতা অর্জনের জন্য অপেক্ষাকৃত ছোট জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। পদায়ন ও বদলি প্রক্রিয়ায় ২০০৯ সালে প্রণীত নীতিমালা অনুসরণ করা হয়েছে বলে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন।

পদোন্নতিপ্রাপ্ত ১৪ জেলা রেজিস্ট্রারের মধ্যে আনন্দ বর্মণকে নাটোর, মো. শাহজাহান সরদারকে লক্ষ্মীপুর, মো. আব্দুস সালাম প্রামাণিককে নীলফামারী, মাহফুজুর রহমান খানকে ব্রাহ্মণবাড়িয়া, আনোয়ারুল হক চৌধুরীকে গোপালগঞ্জ, মো. মোহছেন মিয়াকে মাগুরা, দ্বীপক কুমার সরকারকে রাজবাড়ী, সরকার লুৎফুল কবীরকে লালমনিরহাট, আব্দুর রেজ্জাককে চাঁপাইনবাবগঞ্জ, মো. রফিকুল ইসলামকে পঞ্চগড়, শেখ মো. হাবিবুল্লাকে নড়াইল, মুনশী মোখলেছুর রহমানকে ঝালকাঠী, সৈয়দা রওশন আরাকে হবিগঞ্জ এবং মিশন চাকমাকে মেহেরপুর জেলায় পদায়ন করা হয়েছে। এ ছাড়া জেলা রেজিস্ট্রার হিসেবে কর্মরতদের মধ্যে ভোলার বি এম মোসাদ্দেক হোসেনকে ময়মনসিংহ, রাজবাড়ীর হাসিনা বেগমকে টাংগাইল, সিরাজগঞ্জের আবুল কালাম শেখকে সুনামগঞ্জ, কিশোরগঞ্জের শেখ মো. আনোয়ারুল হককে মাদারীপুর, মাদারীপুরের নাজমা ইয়াসমিনকে খুলনা, মেহেরপুরের মো. আব্বাস আলী মন্ডলকে গাইবান্ধা, গোপালগঞ্জের মো. শাহাবুদ্দিন তালুকদারকে নোয়াখালী, নোয়াখালীর সৈয়দ মজিবর রহমানকে সিরাজগঞ্জ, মাগুরার মো. সিরাজ উদ্দিন খানকে শরিয়তপুর, মৌলভীবাজারের আলী আহম্মেদকে চট্টগ্রাম, চট্টগ্রামের মুশতাক আহমেদকে কুষ্টিয়া, কুষ্টিয়ার শামীমা সুলতানাকে চাঁদপুর, চাঁদপুরের আব্দুল জলিলকে ঢাকা, সাতক্ষীরার মো. আব্দুল লতিফকে নওগাঁ, নওগাঁর মো. শফিকুর রহমান সরদারকে মৌলভীবাজার এবং ঝিনাইদহের তাসলিমা পারভীনকে সাতক্ষীরায় বদলি করা হয়েছে।

http://www.anandalokfoundation.com/