যশোর প্রতিনিধিঃ আগামী ২৬ নভেম্বর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অ্যাডভোকেট।
সমাবর্তন উপলক্ষে শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আব্দুস সাত্তারের সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর শেখ আবুল হোসেন, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো. আনিছুর রহমান, প্রকৌশলী ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. বিপ্লব কুমার বিশ্বাস, বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. জিয়াউল আমীন, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন ড. সাইবুর রহমান মোল্যা, রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীবসহ সব বিভাগের চেয়ারম্যান ও সব দপ্তরের প্রধান।