14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

২০ হাজার মার্কিন ডলার সহ বেনাপোলে পাসপোর্টযাত্রী নারী আটক

Biswajit Shil
December 12, 2019 5:11 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ ভারত থেকে ফেরার পথে বাংলাদেশী লাইলী রহমান লাকি নামে এক নারী পাসপোর্টযাত্রীকে ২০ হাজার মার্কিন ডলার দুটি রেডমি নোট সেভন প্রো মোবাইল ফোন সহ আটক করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার সময় এ ডলার উদ্ধার হয়।
আটককৃত নারী মাদারীপুর জেলার শিবচর গ্রামের চররামারী কান্দি গ্রামের রহমান শরীফ এর মেয়ে। তার পাসপোর্ট নং (ইই ০২৭৫১৭০)।
কাস্টমস শুল্ক গোয়েন্দা কর্মকর্তা মনোয়ার হোসেন ও সাইফুল ইসলাম বলেন, ভারত থেকে ফিরে ওই নারী কাস্টমস স্কানিং শেষে বের হলে তাকে সন্দেহ বশত তল্লাশি করা হয়। এসময় তার ল্যগেজ থেকে ২০ হাজার মার্কিন ডলার ও দুটি উন্নত মানের মোবাইল ফোন করা উদ্ধার হয়।
বেনাপোল চেকপোষ্টে কাস্টমস সুপার কামরুল হোসেন ঘটনার সত্যতা শিকার বরে বলেন উদ্ধারকৃত টাকা সহ তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে।
http://www.anandalokfoundation.com/