13yercelebration
ঢাকা

২০০ কোটি আয় করল মাধুরীর ‘টোটাল ধামাল’

Rai Kishori
March 13, 2019 8:54 am
Link Copied!

সুপারস্টার মাধুরী দীক্ষিতের বৃহস্পতি এখন তুঙ্গে। মুক্তির দিনে ভারতের বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল হাস্যরসাত্মক ফ্র্যাঞ্চাইজি ‘ধামাল’-এর তৃতীয় কিস্তি ‘টোটাল ধামাল’। প্রথম দিনে আয় করে ১৬ কোটি রুপির বেশি। বিশ্বব্যাপী এ ছবির আয় ২০০ কোটি রুপি ছাড়াল।

‘টোটাল ধামাল’-এ অভিনয় করেছেন মাধুরী দীক্ষিত, অনিল কাপুর, অজয় দেবগন, রিতেশ দেশমুখ, আরশাদ ওয়ারসি ও জাভেদ জাফরি। ইন্দ্র কুমার পরিচালিত এই ছবিতে দীর্ঘ ১৯ বছর পর একসঙ্গে হলেন নব্বইয়ের দশকের অন্যতম সেরা বড়পর্দার জুটি মাধুরী-অনিল।

ইন্দ্র কুমার পরিচালিত ১৯৯২ সালে মুক্তি পাওয়া ‘বেটা’ ছবিতে জুটি বাঁধেন মাধুরী ও অনিল।

অনিল বলেছিলেন, “অনেক ছবিতে আমরা একসঙ্গে কাজ করেছি। তাই কোনো ধরনের আলোচনা ছাড়াই ক্যামেরার সামনে আমরা একে অপরকে সাড়া দিতে পারি। মাধুরীর সঙ্গে কাজ করে আমি খুবই স্বস্তিবোধ করি। সর্বশেষ ২০০১ সালে রাজকুমার সন্তোষীর ‘লজ্জা’ ছবিতে আমরা একসঙ্গে কাজ করি। এবার সে ফিরেছে। তখন যেমন ছিল, এখনো দেখতে তেমনই সুন্দর সে।”

 টুইট-বার্তায় চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশেষজ্ঞ তারান আদর্শ জানিয়েছেন, বিশ্বব্যাপী ‘টোটাল ধামাল’-এর আয় ২০০ কোটি রুপি ছাড়িয়েছে। তাঁর হিসাবে ভারতে বক্স অফিসে মোট সংগ্রহ ১৬৭ কোটি ৫৪ লাখ রুপি। আর আন্তর্জাতিক বাজারে আয় ৪৩ কোটি ৩২ লাখ রুপি।

প্রথম ‘ধামাল’ ভারতের বক্স অফিসে আয় করেছিল ৩২.৫১ কোটি রুপি, বিশ্বব্যাপী অতিক্রম করেছিল ৫০ কোটি রুপির বেশি।

এর পর পরিচালক ইন্দ্র কুমার নির্মাণ করেন ‘ডাবল ধামাল’। এতে অভিনয় করেন মল্লিকা শেরওয়াত ও কঙ্গনা রানাউত। এ ছবি বক্স অফিসে সংগ্রহ করে ৪৫.০৬ কোটি রুপি।

http://www.anandalokfoundation.com/