13yercelebration
ঢাকা

১৭সদস্যর সাইকেল শোভা যাত্রার প্রতিনিধি দল বাংলাদেশে

Rai Kishori
March 25, 2019 4:31 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ আরো এক ধাপ এগিয়ে ’মাদক মুক্ত’ সমাজ গড়ার প্রত্যয় নিয়ে ভারতÑ বাংলাদেশ ওয়াল্টন সম্প্রীতির সাইকেল শোভা যাত্রা শুরু করেছে। রোববার বেলা সাড়ে ১১ টার সময় ভারত থেকে বাংলাদেশী ৫ জন সহ ১৭ সদস্যর একটি দল বেনাপোল ইমিগ্রেশন কাস্টমস এর আনুষ্ঠানিকতা শেষ করে নড়াইলের উদ্দেশ্য যাত্রা শুরু করে।
ভারতের ১২ সদস্যর প্রতিনিধি দলের ক্যাপ্টেন মিহির দাস বলেন, আমরা দুই বাংলার যুব সমাজ যদি একসাথে জেগে উঠি এবং মাদক বিরোধি সমাজ গড়ার জন্য মাদকের সুফল Ñ কুফল নিয়ে প্রচার প্রচাররনা চালিয়ে যেতে পারি তাহলে হয়ত আমাদের সমাজ থেকে মাদক নির্মুল করা সম্ভব হবে।
তিনি বলেন, আমরা সাইকেল যোগে মাদক বিরোধি স্লোগান কোলকাতা থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্য এসেছি।  সেখানে জাতীয় প্রেসক্লাব ও বঙ্গবন্ধু ষ্টেডিয়ামে মাদক বিরোধি অনুষ্ঠান করে জনগনকে সচেতন করে তুলতে চেষ্টা করব।ঢাকা যাওয়ার  আগে আমরা বাংলাদেশের ক্রিকেটার ও বর্তমান সংসদ নড়াইল এক্্রপ্রেস মাশরাফি বিন মর্তুজার আমন্ত্রনে নড়াইলে মাদক বিরোধি সমাবেশ করব। সেখান থেকে আগামিকাল মাগুরা থেকে সেমিনার শেষে তারপর ঢাকার উদ্দেশ্য রওনা হবো।
এর আগে গত ২২ মার্চ ঢাকা থেকে ৫ সদস্যর একটি প্রতিনিধি দল ভারতের কোলকতা শহরে বাংলাদেশ থেকে উৎসর্গ ফাউন্ডেশনের সহযোগিতায় ওয়াল্টন সম্প্রীতির মাদক মুক্ত যাত্রা শরু করে। বাংলাদেশের উৎসর্গ ফাউন্ডেশনের পক্ষে মাদক মুক্ত সমাজগড়ির অধিনায়ক এস কে শাহরীয়ার পান্না বলেন, আমরা দুই বাংলার মাদক মুক্ত সমাজ গড়ার উদ্দেশ্য গত ২২ মার্চ কোলকাতা থেকে ফুটবল নাভার্স ফাউন্ডেশন এর ১২ সদস্যর প্রতিনিধি দলকে আনতে যাই।
আমরা দুই বাংলার যুব সমাজ মাদক মুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে সাইকেল রেলি শোভা যাত্রা শুরু করছি কোলকাতা থেকে যা ২৯ তারিখে শেষ হবে। এবং ভারতীয় প্রতিনিধি দল আবারও বেনাপোল হয়ে নিজ দেশ ৩০ তারিখে  ফিরে যাবে।
http://www.anandalokfoundation.com/