ক্রীড়া ডেস্ক: সাসেক্সে প্রথম ম্যাচে মাঠে নামলেন বাংলাদেশের তরুণ পেসার মুস্তাফিজুর রহমান।
প্রথমে ব্যাট করে তার দল এসেক্সের বিপক্ষে স্কোরবোর্ডে ২০০ রান জমা করল। এরপর মুস্তাফিজও বল হাতে আগুন ঝড়ালেন।
চার ওভার বল করে মাত্র ২৩ রান দিয়ে নিলেন ৪ উইকেট। আর তার দল জয় পেল ২৪ রানে। ম্যাচসেরা হলেন মুস্তাফিজ।
শুক্রবার দিবাগত রাত। ওভালে সারের বিপক্ষে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে নিজেদের দ্বিতীয় শেষ ম্যাচে মাঠে নামেন মুস্তাফিজরা। এদিনও টস হেরে আগে ব্যাট করেন।
তবে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তাদের পুঁজি ১৫৩ রান। যেখানে ব্যাট হাতে সর্বোচ্চ ৪৫ রান করেন ক্রেইগ কাচোপা। দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান করেন ক্রিস নাস।
বল হাতে সারের ড্যারেনবাখ ও ক্রিস মরিস ২টি করে উইকেট নেন।
সাসেক্সের ছুড়ে দেওয়া ১৫৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১০ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় সারে। ব্যাট হাতে সারের ডমিনিক সিবলি ৪০ ও জ্যাসন রয় ৩৬ রান করেন।
মুস্তাফিজ ৩.২ ওভার বল করে ৩১ রান দিয়ে উইকেট শূন্য থাকেন। রীতিমতো ব্যয়বহুল ওভার। তিনি জ্বলে উঠতে পারেননি। জ্বলে উঠতে পারেনি তার দল সাসেক্সও। তাইতো জয় ধরা দেয়নি।
ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন সারের ক্রিস মরিস। বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও অপরাজিত ২০টি মূল্যবান রান করেন তিনি।