13yercelebration
ঢাকা

হার দিয়ে শুরু বাংলাদেশের

admin
February 25, 2016 6:03 am
Link Copied!

ক্রীড়া প্রতিবেদক: বুধবার পর্দা ওঠে এশিয়া কাপের টি-টোয়েন্টি ফরম্যাটের এবারের আসরের।

তবে শুরুটা ভালো হয়নি আয়োজক বাংলাদেশের। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশকে ৪৫ রানে হারিয়ে শুভ সূচনা করেছে ভারত।

বুধবার টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৬ রান সংগ্রহ করে ভারত। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২১ রানে থাম বাংলাদেশের ইনিংস। ফলে ৪৫ রানের দারুণ এক জয় পায় ভারত।

বাংলাদেশের ইনিংসে ব্যাট হাতে সর্বোচ্চ ৪৪ রানের ইনিংস খেলেন সাব্বির রহমান। তার এই ইনিংসে ২টি চার ও ২টি ছক্কার মার ছিল। এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ১৬* রান আসে মুশফিকের ব্যাট থেকে। আর তাসকিন করেন তৃতীয় সর্বোচ্চ ১৫* রান।

ম্যাচসেরা নির্বাচিত হন ভারতের রোহিত শর্মা।

২০ ওভার শেষে : বাংলাদেশ ১২১/৭ (তাসকিন ১৫, মুশফিক ১৬); জাদেজা ৪-০-২৫-০।

 ১৯ ওভার শেষে : বাংলাদেশ ১১৭/৭ (তাসকিন ১৪, মুশফিক ১৫); বুমরাহ ৪-০-২৩-১।

 ১৮ ওভার শেষে : বাংলাদেশ ১০৮/৭ (তাসকিন ৬, মুশফিক ১৪); জাদেজা ৩-০-২১-০।

 ১৭ ওভার শেষে : বাংলাদেশ ১০২/৭ (তাসকিন ১; মুশফিক ১৩); নেহেরা ৪-০-২৩-। নিজের শেষ ওভারে মাহমুদউল্লাহ (৭) ও মাশরাফিকে (০) আউট করেন নেহেরা।

১৬ ওভার শেষে : বাংলাদেশ ৯৬/৫ (মুশফিক ৫, মাহমুদউল্লাহ ১); জাদেজা ২-০-১৫-০।

১৫ ওভার শেষে : বাংলাদেশ ৮৫/৫ (মুশফিক ৫, মাহমুদউল্লাহ ১); পান্ডে ৪-০-২৩-। পান্ডে চতুর্থ ওভারের প্রথম বলে ধোনির হাতে ক্যাচ দিয়ে আউট হন সাব্বির (৪৪)।

১৪ ওভার শেষে : বাংলাদেশ ৮২/৪ (মুশফিক ৪, সাব্বির ৪৪); অশ্বিন ৪-০-২৩-১।

১৩ ওভার শেষে : বাংলাদেশ ৭৮/৪ (মুশফিক ১, সাব্বির ৪১); জাদেজা ১-০-৫-০। রান আউট হন সাকিব (৩)

১২ ওভার শেষে : বাংলাদেশ ৭১/৩ (সাকিব ২, সাব্বির ৩৮); অশ্বিন ৩-০-১৭-১।

১১ ওভার শেষে : বাংলাদেশ ৬১/৩ (সাকিব ১, সাব্বির ৩০); পান্ডে ৩-০-২০-০।

১০ ওভার শেষে : বাংলাদেশ ৫১/৩ (সাব্বির ২২, সাকিব ০); অশ্বিন ২-০-৮-। অশ্বিনের ওভারের পঞ্চম বলে যুবরাজের হাতে ক্যাচ দিয়ে আউট হন ইমরুল (১৪)।

৯ ওভার শেষে : বাংলাদেশ ৪৮/২ (কায়েস ১৩, সাব্বির ২১); পান্ডে ২-০-১০-০।

৮ ওভার শেষে : বাংলাদেশ ৪২/২ (কায়েস ১০, সাব্বির ১৯); অশ্বিন ১-০-৬-০।

৭ ওভার শেষে : বাংলাদেশ ৩৬/২ (কায়েস ৯, সাব্বির ১৪); পান্ডে ১-০-৪-০।

৬ ওভার শেষে : বাংলাদেশ ৩১/২ (কায়েস ৯, সাব্বির ১২); বুমরাহ ৩-০-১৪-১।

৫ ওভার শেষে : বাংলাদেশ ২৭/২ (কায়েস ৬; সাব্বির ৯); নেহেরা ৩-০-১৭-১।

৪ ওভার শেষে : বাংলাদেশ ১৯/২ (কায়েস ৪, সাব্বির ৩); বুমরাহ ২-০-১০-। বুমরাহ এর বলে ধোনি হাতে ক্যাচ দিয়ে আউট হন সৌম্য সরকার (১১)।

৩ ওভার শেষে : বাংলাদেশ ১৫/১ (সৌম্য ১১; সাব্বির ৩); নেহেরা ২-০-৯-। নেহেরার বলে বোল্ড হয়ে যান মোহাম্মদ মিথুন (১)।

২ ওভার শেষে : বাংলাদেশ ৯/০ (সৌম্য ৮, মিথুন ১); বুমরাহ ১-০-৬-০।

১ ওভার শেষে : বাংলাদেশ ৩/০ (সৌম্য ৩, মিথুন ০); নেহেরা ১-০-৩-০।

এর আগে ভারতের ইনিংসে ব্যাট হাতে সর্বোচ্চ ৮৩ রানের ইনিংস খেলেন রোহিত শর্মা। তার এই ইনিংসে ৭টি চার ও ৩টি ছক্কার মার ছিল। এ ছাড়া হার্দিক পান্ডে ১৮ বলে ৪টি চার ও ১ ছক্কায় ৩১ রানে ঝড়ো ইনিংস খেলেন।

বল হাতে বাংলাদেশের সেরা বোলার আল-আমিন হোসেন। তিনি ৪ ওভারে ৩৭ রান দিয়ে ৩ উইকেট নেন। এ ছাড়া ১টি করে উইকেট নেন মাশরাফি, সাকিব ও মাহমুদউল্লাহ রিয়াদ।

২০ ওভার শেষে : ভারত ১৬৬/৬ (ধোনি ৮, জাদেজা ০); আল-আমিন ৪-০-৩৭-। শেষ ওভারে রোহিত শর্মা (৮৩) ও হার্দিক পান্ডেকে (৩১) নিজের শিকারে পরিণত করেন আল-আমিন।

১৯ ওভার শেষে : ভারত ১৫৭/৪ (রোহিত ৮৩, পান্ডে ৩০); মুস্তাফিজ ৪-০-৪০-০।

১৮ ওভার শেষে : ভারত ১৪৯/৪ (রোহিত ৮২, পান্ডে ২৪); আল-আমিন ৩-০-২৮-১।

১৭ ওভার শেষে : ভারত ১৩৬/৪ (রোহিত ৭৯, পান্ডে ১৪); মুস্তাফিজ ৩-০-৩৩-০।

১৬ ওভার শেষে : ভারত ১১১/৪ (রোহিত ৭২, পা্ন্ডে ১); মাশরাফি ৪-০-৪০-১।

১৫ ওভার শেষে : ভারত ৯৭/৪ (রোহিত ৫৫, পান্ডে ০); সাকিব ৩-০-১৫-। সাকিবের বলে সৌম্যর হাতে ক্যাচ দিয়ে আউট হন যুবরাজ (১৫)।

১৪ ওভার শেষে : ভারত ৯০/৩ (রোহিত ৪৯, যুবরাজ ১৫); মুস্তাফিজ ২-০-১২-০।

১৩ ওভার শেষে : ভারত ৮১/৩ (রোহিত ৪৬, যুবরাজ ৯); সাকিব ২-০-৯-০।

১২ ওভার শেষে : ভারত ৭৬/৩ (রোহিত ৪৩, যুবরাজ ৭); মাশরাফি ৩-০-২২-১। টি-টোয়েন্টিতে যুবরাজের ১০০০ রান পূর্ণ হয়

১১ ওভার শেষে : ভারত ৬৬/৩ (রোহিত ৩৫, যুবরাজ ৫); তাসকিন ২-০-২২-০। ১০.৩ ওভারের সময় পয়েন্টে রোহিতের ক্যাচ ছাড়েন সাকিব।

১০ ওভার শেষে : ভারত ৫২/৩ (রোহিত ২১, যুবরাজ ৫); মাহমুদউল্লাহ ২-০-৯-১।

৯ ওভার শেষে : ভারত ৪৭/৩ (রোহিত ১৮, যুবরাজ ৩); সাকিব ১-০-৪-০।

৮ ওভার শেষে : ভারত ৪৩/৩ (রোহিত ১৬, যুবরাজ ১); মাহমুদউল্লাহ ১-০-৪- রায়নাকে বোল্ড করেন মাহমুদউল্লাহ।

৭ ওভার শেষে : ভারত ৩৯/২ (রোহিত ১৪, রায়না ৯); মাশরাফি ২-০-১২-১।

৬ ওভার শেষে : ভারত ৩১/২ (রোহিত ১০, রায়না ৯); আল-আমিন ২-০-১৫-১।

৫ ওভার শেষে : ভারত ২৩/২ (রোহিত ১০, রায়না ১); মাশরাফি ১-০-৪- কোহলিকে আউট করেন মাশরাফি।

৪ ওভার শেষে : ভারত ১৯/১ (রোহিত ৭, কোহলি ৮); মুস্তাফিজ ১-০-৩-০।

৩ ওভার শেষে : ভারত ১৪/১ (রোহিত ৭, কোহলি ৬); তাসকিন ২-০-৮-০।

২ ওভার শেষে :  ভারত ৯/১ (রোহিত ৫, কোহলি ১); আল-আমিন ১-০-৭- শেখর ধাওয়ানকে ফেরান আল-আমিন।

১ ওভার শেষে : ভারত ২/০ (রোহিত ১, ধাওয়ান ০); তাসকিন ১-০-১-০।

বাংলাদেশের একাদশ: মাশরাফি বিন মুর্তজা, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন, আল-আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

ভারতের একাদশ: রোহিত শর্মা, শেখর ধাওয়ান, বিরাট কোহলি, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি, যুবরাজ সিং, হার্দিক পান্ডে, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, আশিষ নেহেরা ও জাসপ্রিত বুমরাহ।

http://www.anandalokfoundation.com/