13yercelebration
ঢাকা

স্বাস্থ্য খাতে বাড়তি ১৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

admin
June 26, 2016 9:59 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশের গরীবদের জন্য চিকিৎসা পদ্ধতি ও স্বাস্থ্য সেবার উন্নয়নে বিশ্বব্যাংক অতিরিক্ত ১৫ কোটি ডলার ঋণ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। এই ঋণ বিশ্বব্যাংক অনুমোদন দিয়েছে বলে সংস্থাটির ঢাকা অফিস আজ রোববার জানিয়েছে।

বিশ্বব্যাংকেরর ঢাকা অফিস জানায়, অতিরিক্ত এই অর্থায়ন স্বাস্থ্য খাতের উন্নয়ন প্রকল্পে দেয়া হচ্ছে। ছয় বছর গ্রেসপিরিয়ডসহ মোট ৩৮ বছরে এই অর্থ পরিশোধ করতে হবে। বিশ্বব্যাংক আইডিএ থেকে এই ঋণ দিচ্ছে। যাতে সুদ হার খুবই কম বা শূন্য। তবে সার্ভিস চার্জ শূন্য দশমিক ৭৫ শতাংশ।

বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান বলেন, দেশে মাতৃস্বাস্থ্য, শিশু স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনায় বেশ উন্নতি হয়েছে। স্বাস্থ্য সেবাকে উন্নত করতে এই সহায়তা। এ পর্যন্ত এপ্রকল্পে দেয়া হলো ৫০ কোটি ৮৯ লাখ ডলার। বাংলাধেশের স্বাস্থ্য খাতে বিশ্বব্যাংক অব্যাহত ভাবে সহায়তা করে আসছে বলে চিমিয়াও জানান।

http://www.anandalokfoundation.com/