13yercelebration
ঢাকা

স্বাধীন অসাম্প্রদায়িক দেশের ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের ৭০ভাগ সম্পত্তি বেদখল

admin
February 1, 2018 2:58 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ  ‘উপমহাদেশের অন্যতম ধর্মীয় প্রতিষ্ঠান ও বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের ২০ বিঘা দেবোত্তর ভূমির মধ্যে আজ ১৪ বিঘা ভূমি জবরদখলকারী ও ভূমিগ্রাসীদের দখলে বিদ্যমান।’

এমতাবস্থায়, শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের বেদখলকৃত ১৪ বিঘা দেবোত্তর ভূমি পুনরুদ্ধারের দাবিতে আজ ১লা ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সম্মানিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি ডি. এন. চ্যাটার্জীর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিক, সাংবাদিক স্বপন কুমার সাহা, কাজল দেবনাথ, সাবেক সচিব সৈলেন মজুমদার, সাংবাদিক প্রণব সাহা, মিলন কান্তি দত্ত, হীরেন্দ্র নাথ সমাজদার হীরু, সত্যেন্দ্র চন্দ্র ভক্ত, মনীন্দ্র কুমার নাথ, নির্মল কুমার চ্যাটার্জী, পূরবী মজুমদার, ড. ছায়া ভট্টচার্য্য, পদ্মাবতী দেবী প্রমুখ।

মতবিনিময় সভায় লিখিত বক্তব্য পাঠ করেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শ্যামল কুমার রায়।

লিখিত বক্তব্যঃ

ঢাকেশ্বরী মন্দির

 

http://www.anandalokfoundation.com/