13yercelebration
ঢাকা

সেপ্টেম্বর মাসে মাদকবিরোধী জনসচেতনতামূলক কার্যক্রম

Rai Kishori
October 30, 2019 6:35 pm
Link Copied!

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্যমতে গত সেপ্টেম্বর মাসে মাদকবিরোধী অভিযান, প্রচার কার্যক্রম ও মাঠ পর্যায়ে প্রচারিত ফিলারগুলোর তথ্য নিম্বরূপ :

ঢাকা বিভাগে মাদকবিরোধী সভা ৬১টি, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক মাদকবিরোধী আলোচনা সভা ১১৩টি, ও মাদকবিরোধী ফিলার প্রচারে স্থানের সংখ্যা ৬টি;  ময়মনসিংহে মাদকবিরোধী সভা ১৬টি, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক আলোচনা সভা ১৪টি ও মাদকবিরোধী ফিলার প্রচারে স্থানের সংখ্যা ৮টি; চট্টগ্রামে মাদকবিরোধী সভা ৪৭টি, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক আলোচনা সভা ৭৩টি, মাদকবিরোধী ফিলার প্রচারে স্থানের সংখ্যা ৪টি; রাজশাহীতে মাদকবিরোধী সভা ৩১টি, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক আলোচনা সভা ৭৩টি, মাদকবিরোধী ফিলার প্রচারে স্থানের সংখ্যা ২৯টি; রংপুরে মাদকবিরোধী সভা ২৯টি, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক আলোচনা সভা ৩৩টি, মাদকবিরোধী ফিলার প্রচারে স্থানের সংখ্যা ৩টি; খুলনায় মাদকবিরোধী সভা ৫৪টি, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক আলোচনা সভা ৫২টি, মাদকবিরোধী ফিলার প্রচারে স্থানের সংখ্যা ২টি; বরিশালে মাদকবিরোধী সভা ৩০টি, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক আলোচনা সভা ২৪টি, মাদকবিরোধী ফিলার প্রচারে স্থানের সংখ্যা ৭টি এবং সিলেটে মাদকবিরোধী সভা ২৪টি, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক আলোচনা সভা ২৫টি, মাদকবিরোধী ফিলার প্রচারে স্থানের সংখ্যা ৪টি।

সেপ্টেম্বর মাসে আটটি বিভাগে মাদকবিরোধী সভা হয়েছে ২৯২টি, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক আলোচনা সভা হয়েছে ৪শ’ ৭টি, ফিলার প্রচার হয়েছে ৬৩টি এবং মাদকবিরোধী অভিযান হয়েছে ৫ হাজার ৫৫৭টি। অভিযানকালে ইয়াবা ট্যাবলেট, হেরোইন, গাজা, দেশি-বিদেশি মদ, বিয়ার, ফেনসিডিল, চোলাই মদ, জাওয়া, ওয়াশ, যানবাহন, মোবাইল সেট, নগদ অর্থ জব্দ করা হয়েছে।

http://www.anandalokfoundation.com/