ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে দামোদর মহোৎসব অনুষ্ঠিত

admin
November 16, 2016 12:20 am
Link Copied!

নয়ন লাল দেব, মৌলভীবাজার প্রতিনিধি: সুনামগঞ্জে মহাসমারোহে মাস ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দামোদর মহোৎসব অনুষ্ঠিত হয়েছে।

কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুবক সংঘের আয়োজনে অনুষ্ঠানমালার মধ্যে ছিল মঙ্গলারতি, কীর্তন, ভোগরাগ, ভাগবতীয় সভা ইত্যাদি।

গত ২৯শে আশ্বিন থেকে শুরু হয়ে ২৮শে কার্তিক রাস পূর্ণিমা পালনের মধ্যদিয়ে দামোদর উৎসবের সমাপন হয়। রাসপূর্ণিমা ও সমাপনী অনুষ্ঠানে রাসলীলা পাঠ করেন শ্রীগৌরবাণী সম্পাদক এড. কিশোরী পদ দেব শ্যামল। সমাপনী বক্তব্য রাখেন শ্রীঅজিত কুমার দাশ শ্যামল ও শ্রীনয়ন লাল দেব।

এছাড়া মাসব্যাপী অনুষ্ঠানে বিভিন্ন স্থানে ভাগবতীয় আলোচনা করেন। বিবেকানন্দ দাস বাবাজি, দিপক রঞ্জন দাশ, মাখন লাল ব্রজবাসী, মহানামব্রত চক্রবর্তী, অজিত ভদ্র, জয়কুমার দাস, পূর্ণিমা গোস্বামী প্রমুখ। ধর্মীয় ভাবগাম্ভীর্য্য পূর্ণ উক্ত দামোদর উৎসবের প্রতিটি অনুষ্ঠানে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

 

http://www.anandalokfoundation.com/