13yercelebration
ঢাকা

সবরমতী আশ্রমে ট্রাম্পকে সুতো কাটা শেখাচ্ছেন মোদি

Ovi Pandey
February 24, 2020 1:58 pm
Link Copied!

দি নিউজ ডেস্কঃ ভারত সফরে এসে মোদী ও ট্রাম্প দম্পতি পৌঁছান সবরমতী আশ্রমে। সেখানে সুতো হাতে নিয়ে গান্ধিজীর ঐতিহ্যবাহী চরকায় সুতো কাটার কাজ দেখেন  ডোনাল্ড ট্রাম্প।

সবরমতী আশ্রমে এসে পৌঁছালেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। বেলা ঠিক ১২ টা ৩০ মিনিটে সবরমতী আশ্রমে আসেন তিনি ও তাঁর পত্নী। তাঁর সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। আশ্রমে এসে মোদী ও ট্রাম্প মাল্যদান করেন জাতির জনকের ছবিতে। আহমেদাবাদে বিমান থেকে নামার পর ৮ কিমি রাস্তা রোড শো-র মাধ্যমে মোদী ও ট্রাম্প দম্পতি এসে পৌঁছান সবরমতী আশ্রমে। তাঁদের আসার পথে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন সাধারণ মানুষ।

আশ্রমে এসে গান্ধিজীর ঐতিহ্যবাহী চরকায় সুতো কাটার কাজ দেখেন খোদ ডোনাল্ড ট্রাম্প। নিজে সুতো হাতে নিয়ে ব্যাপারটি বোঝেন তিনি। বেলা ১১ টা ৪০ নাগাদ ট্রাম্পের বিশেষ বিমান এয়ার ফোর্স ওয়ান ভারতের মাটিতে নামে । তাঁর কিছুক্ষণ পরেই বিমান থেকে নেমে আসেন ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী, কন্যা ও মেয়ে-জামাই। এছাড়াও তাঁর সঙ্গে রয়েছেন ১০০ জনের একটি প্রতিনিধি দল।

http://www.anandalokfoundation.com/