13yercelebration
ঢাকা

সাইবার নিরাপত্তার জন্য ৪টি চুক্তি ও ৭টি কর্মপরিকল্পনার প্রস্তাব

Rai Kishori
July 18, 2019 10:52 pm
Link Copied!

রাশিয়ার ভøাদিভস্টকে শুরু হয়েছে চার দিনব্যাপী 10th Asia Pacific Regional Internet Governance Forum (APRIGF)-2019’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তথ্য মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ ইন্টারনেট গভর্নেস ফোরামের চেয়ারপারসন হাসানুল হক ইনু।এশিয়া প্যাসিফিক ইন্টারনেট গভর্নেন্স ফোরামে হাসানুল হক ইনু, এশিয়া প্যাসিফিক ইন্টারনেট গভর্নেন্স ফোরাম, আন্তর্জাতিক সম্মেলন, সাইবার নিরাপত্তার জন্য ৪টি চুক্তি ও ৭টি কর্মপরিকল্পনার প্রস্তাব, সাইবার নিরাপত্তার কর্মপরিকল্পনার প্রস্তাব, হাসানুল হক ইনু, সাইবার নিরাপত্তা, Asia Pacific Regional Internet Governance Forum (APRIGF)-2019, বাংলাদেশ ইন্টারনেট গভর্নেস ফোরাম

ইনু তাঁর বক্তব্যে সারাবিশ্বে সাইবার নিরাপত্তার জন্য চারটি আন্তর্জাতিক চুক্তি ও সাতটি কর্মপরিকল্পনার প্রস্তাব রাখেন। প্রস্তাবিত চারটি আন্তর্জাতিক চুক্তি হলো 1) Cyberspace Treaty, 2)Digital Economy Framework under UN initiatives, 3) Universal Declaration on ‘Right to Internet as a  Basic Human Right by Law Ges 4) Multi-stakeholder Democratic Governance of the Internet under UN sanctioned format.

সম্মেলনে অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন জাসদের কেন্দ্রীয় সহ-সভাপতি আফরোজা হক রীনা ও বাংলাদেশ ইন্টারনেট গভর্নেস ফোরামের মহাসচিব মোহাম্মদ আবদুল হক অনু। সম্মেলন শেষে হাসানুল হক ইনু আগামী ২২ জুলাই দেশে ফিরবেন।

http://www.anandalokfoundation.com/