14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের পর বিভিন্ন খাতে সক্ষমতা বৃদ্ধিতে করণীয় নির্ধারণে উচ্চ পর্যায়ের কমিটি গঠন

পিআইডি
July 30, 2025 8:24 pm
Link Copied!

২০২৬ সালের ২৪ নভেম্বর স্বল্পোন্নত দেশ হতে বাংলাদেশের উত্তরণের পর রপ্তানিনির্ভর সাবসিডি বা নগদ সহায়তা প্রদান করা সম্ভব হবে না। উক্ত পেক্ষাপট বিবেচনায় উদীয়মান ৪টি খাত চামড়া ও চামড়াজাত পণ্য; পাটজাত পণ্য; কৃষি ও প্রক্রিয়াজাত কৃষিপণ্য এবং ফার্মাসিউটিক্যালস খাতের রপ্তানি সক্ষমতা বৃদ্ধির জন্য কী কী করা যেতে পারে তা পর্যালোচনার জন্য কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী অর্থ বিভাগ হতে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি এ বিষয়ে পর্যালোচনার পর  কিছু  সুপারিশ প্রদান করে একটি প্রতিবেদন দাখিল করে।

প্রতিবেদনে উল্লিখিত সুপারিশসমূহ পর্যালোচনা এবং সুপারিশ অনুযায়ী কার্যক্রম গ্রহণের জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয়।

কমিটির কার্যপরিধি হবে—প্রতিবেদন উল্লিখিত সুপারিশসমুহ হতে সরকারের সক্ষমতা বিবেচনায় কোন কোন সুবিধা প্রদান করা যায় তা নির্ধারণ, উক্ত সুবিধাসমূহ প্রদানের জন্য সময়াবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়ন, সময়াবদ্ধ পরিকল্পনা অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর, সংস্থাসমূহ কর্তৃক গৃহীত কার্যক্রম বাস্তবায়ন নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং কমিটি প্রয়োজনে প্রতিবেদনে অন্তর্ভুক্ত সুপারিশ ছাড়াও বাস্তবতা ও প্রাসঙ্গিকতা বিবেচনায় অন্য যে কোনো উপযুক্ত সুবিধা প্রদানের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে পারবে। এছাড়া কমিটি প্রয়োজনে এক বা একাধিক সদস্যকে Co-opt করতে পারবে।

মুখ্য সচিবের সভাপতিত্বে কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক। কমিটির অন্য সদস্যরা হলেন—বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ বিভাগের সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, শিল্প মন্ত্রণালয়ের সচিব, কৃষি মন্ত্রণালয়ের সচিব, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব  এবং স্বাস্থ্য ও সেবা বিভাগের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, বিএসটিআইয়ের মহাপরিচালক, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান, ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক, বিসিকের চেয়ারম্যান এবং  এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

http://www.anandalokfoundation.com/