13yercelebration
ঢাকা

সংস্কৃতি অঙ্গনের জন্য প্রয়োজনীয় সবই করা হচ্ছে -সংস্কৃতি প্রতিমন্ত্রী

Rai Kishori
August 29, 2019 10:29 pm
Link Copied!

সংস্কৃতি অঙ্গনের জন্য যা যা প্রয়োজন মন্ত্রণালয়ের পক্ষ থেকে তার সবই করা হচ্ছে। মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের বিবরণ দিয়ে বলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও ঢাকাস্থ ইরান কালচারাল সেন্টারের সহযোগিতায় চন্দ্রকলা থিয়েটারের ১৮তম প্রযোজনা ‘শেখ সাদী নাটকের উদ্বোধনী মঞ্চায়ন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

হাতিরঝিলে সিডনী অপেরা হাউজের ন্যায় প্রায় ৭ হাজার কোটি টাকা ব্যয়ে ঢাকা অপেরা হাউজ নির্মিত হতে যাচ্ছে; কপিরাইট আইন প্রণয়ন-সহ অসচ্ছল শিল্পীদের অনুদান বৃদ্ধি করা হচ্ছে; সকল উপজেলায় সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্পের ডিজাইন অনুমোদিত হয়েছে ও ডিপিপি চূডান্ত হওয়ার পথে।

চন্দ্রকলা থিয়েটারের সভাপতি মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, ঢাকাস্থ ইরান কালচারাল সেন্টারের কাউন্সিলর ড. মাহদী হোসেইনি ফায়েক ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজীদ।

উল্লেখ্য, শেখ সাদী নাটকটি রচনা করেছেন অপূর্ব কুমার কুন্ডু এবং এতে একক অভিনয় ও নির্দেশনা দিয়েছেন এইচ আর অনিক।

http://www.anandalokfoundation.com/