13yercelebration
ঢাকা

শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টোরথযাত্রা

admin
July 22, 2018 7:57 pm
Link Copied!

ডাঃ মনোরঞ্জন মজুমদারঃ  আজ ২২ জুলাই ২০১৮, রবিবার শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টোরথযাত্রা। ঢাকা মহানগরে স্বামীবাগ আশ্রম (ইস্কন ঢাকা) সহ একাধিক মন্দিরে রথযাত্রার আয়োজন করা হয়। স্বামীবাগ আশ্রমের ইস্কন কর্তৃক আয়োজিত ঢাকা মহানগরের বৃহত্তম রথযাত্রা বিকাল ৩.০০টায় শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে পলাশী মোড়→ শহীদ মিনার→ দোয়েল- চত্ত্বর→ হাইকোর্ট→ প্রেসক্লাব→ পল্টন মোড়→ দৈনিক বাংলা মোড়→ শাপলা চত্ত্বর→ ইত্তেফাক মোড়→ জয়কালী মন্দির হয়ে বিকেল স্বামীবাগ ইস্কনে পথ পরিক্রমা সমাপ্ত হয়।

শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে উল্টোরথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক স্বপন সাহা, ডি. এন. চ্যাটার্জী সৈলেন্দ্র নাথ মজমিদার, পংকজ নাথ এমপি, অ্যাড. শ্যামল কুমার রায়। স্বাগত বক্তব্য রাখেন, ইস্কন বাংলাদেশ এর সাধারণ সম্পাদক শ্রী চারু চন্দ্র দাস ব্রহ্মচারী। এছাড়া, এই উল্টোরথযাত্রায় হাজার হাজার ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির ভাষণে মাহবুব-উল-আলম হানিফ বলেন, এ দেশ সব ধর্মের মানুষের দেশ। সব ধর্মের মানুষ অবাধে তাদের নিজ নিজ ধর্ম পালন করবে এটাই মুক্তিযুদ্ধের চেতনা। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেই জঙ্গীবাদ ও অপশক্তি ধ্বংস করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন করতে হবে।

http://www.anandalokfoundation.com/