13yercelebration
ঢাকা

লেনদেন চলছে সূচকের উত্থানে

admin
August 8, 2016 1:14 pm
Link Copied!

অর্থনৈতিক প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে।

আজ লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে শেয়ার লেনদেন হয়েছে ১৫২ কোটি ৬৩ লাখ টাকার।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২৮টি কোম্পানির। আর দর কমেছে ৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৫টির।

এই সময়ে ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৫৭৩ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১২৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৯২ পয়েন্টে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের মিশ্র অবস্থায় লেনদেন চলছে। এই সময়ে সিএসইতে ৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের প্রথম ঘণ্টায় সিএসই সার্বিক সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৫০ পয়েন্টে। সিএসইতে লেনদেন হয়েছে ১৬০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭১টির, কমেছে ৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির।

http://www.anandalokfoundation.com/