13yercelebration
ঢাকা

রাজধানীতে ৩৯টি ভবনে অগ্নি ঝুঁকিপূর্ণ ব্যানার টানিয়েছে ফায়ার সার্ভিস

Rai Kishori
April 5, 2019 9:13 pm
Link Copied!

ঢাকার অগ্নি নিরাপত্তা ঝুকিতে থাকা সকল ভবন,মার্কেট গুলোকে চিহ্নিত করে অগ্নি নিরাপত্তার দিক থেকে অতি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। গত ১ এপ্রিল ২০১৯ থেকে এই ঘোষণা দৃশ্যমান করার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পক্ষ থেকে ভবন মালিক ও সাধারণ জনগণকে সতর্ক করতে ঝুঁকিপূর্ণ ভবনে ব্যানার টাঙিয়ে দিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। ব্যানারে লেখা রয়েছে, “ভবনটি অগ্নি ঝুঁকিপূর্ণ”।

ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় জনগনকে সচেতন করার জন্য ব্যানার টাঙিয়ে দেওয়া হয়েছে, এসব ব্যানার দেখে অধিকাংশ মানুষের সচেতনা বৃদ্ধি পাবে বলে আশা করছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মেজর এ কে এম শাকিল নেওয়াজ জানিয়েছেন “আমাদের পরিচালিত জরিপে ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে চিহ্নিত এবং এখনো ঝুঁকি নিরসনের উদ্যোগ নেয়া হয়নি এমন সকল মার্কেট, আবাসিক ভবন, বাণিজ্যিক ভবন, হাসপাতাল, শিল্পপ্রতিষ্ঠানসহ সকল স্থাপনায় এই কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত রাখা হবে।” তিনি জানান, মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করাকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। এ কারণে জীবনের ঝুঁকি রয়েছে এমন সকল স্থাপনায় এই কার্যক্রম চালু থাকবে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর কর্তৃক ঝুঁকিপূর্ণ ভবন সমূহের তালিকা:

ঝুকিপূর্ণ চিহ্নিত ভবন, ঢাকা:
১. সুকন্যা টাওয়ার, ২০ তলা আবাসিক ভবন ,৩৫ মিরপুর
২. গোল্ডেন টাওয়ার,এলিফ্যান্ট রোড,নিউমার্কেট
৩. হাজী মিলন টাওয়ার, সিদ্দিকবাজার
৪. বঙ্গবাজার কমপ্লেক্স, গুলিস্থান
৫. নূর ম্যানশন গাউছিয়া মার্কেট, এলিফ্যান্ট রোড
৬. সালাউদ্দিন স্পেশালাইজড হাসপাতাল,ওয়ারী
৭. রাজ্জাক শপিং কমপ্লেক্স, মগবাজার
৮. গুল ফিশান ও আড়ং কমপ্লেক্স, মগবাজার
৯. ছায়ানীড় আবাসিক ভবন,সাতরাস্তা
১০. নয়ামাটি মার্কেট।
১১. রহমতউল্লাহ ম্যানশন, পাটুয়াটুলী রোড, সদরঘাট
১২. খাঁন প্লাজা, ইসলামপুর রোড
১৩. লায়ন টাওয়ার, ইসলামপুর রোড
১৪. ইস্ট বেঙ্গল মার্কেট, চিত্তরঞ্জন রোড
১৫. মায়াকাটারা মার্কেট, চিত্তরঞ্জন রোড

চলমান
ঝুঁকিপূর্ণ চিহ্নিত ভবন, সাভার:
১. জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা শপিং কমপ্লেক্স,সাভার বাসস্ট্যান্ড
২. হেমায়েতপুর সুপার মার্কেট
৩. সাভার সিটি টাওয়ার ডি/২৫ তালবাগ সাভার
৪. বিসমিল্লাহ টাওয়ার ৯/১০ পার্বতীনগর,থানা রোড
৫. চৌরাঙ্গী সুপার মার্কেট,সাভার বাসস্ট্যান্ড।

ঝুঁকিপূর্ণ চিহ্নিত ভবন, গাজীপুর:
১. ওয়াসিফ নীট কম্পোজিট লি: ভোগড়া
২. সাসটেক্স বিডি লি:, চান্দনা চৌরাস্তা
৩. মে ফ্যাশন লি: চান্দনা চৌরাস্তা
৪. শাপলা ম্যানশন চান্দনা চৌরাস্তা
৫. রহমান শপিংমল চান্দনা চৌরাস্তা
৬. সোনালী অর্কিট, টঙ্গী বাজার
৭. হাজী মার্কেট, টঙ্গী বাজার

ঝুঁকিপূর্ণ চিহ্নিত ভবন, নারায়ণগঞ্জ:
১. নয়ামাটি মার্কেট, ডিআইটি বঙ্গবন্ধু রোড
২. গাউছিয়া মার্কেট, রুপগঞ্জ
৩. দেওভোগ মার্কেট
৪. হোশীয়ারি মার্কেট, উকিলপাড়া
৫. আল জয়নাল প্লাজা, টান বাজার
৬. রিভারভিউ কমপ্লেক্স, টান বাজার
৭. টর্কিড প্লাজা, নয়ামাটি
৮. দেলোয়ার টাওয়ার, সিরাজউদ্দা রোড
৯. জাকির টাওয়ার, সিরাজউদ্দা রোড
১০. হাজী নূরউদ্দিন টাওয়ার, পুলিশলাইন
১১. আল হাকিম টাওয়ার, চাষাড়া
১২. মার্ক টাওয়ার, চাষাড়া

এসব মার্কেট ও স্থাপনাসমূহে বারবার তাগিদ প্রদান করা সত্ত্বেও কর্তৃপক্ষ নিরাপত্তা বাস্তবায়নে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহন করেনি বিধায় অধিদপ্তর এ ব্যবস্থা গ্রহন করেছে। ভবিষ্যতে প্রয়োজন হলে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করারও পরিকল্পনা রয়েছে অধিদপ্তরের। খবর বিজ্ঞপ্তির।

http://www.anandalokfoundation.com/