13yercelebration
ঢাকা

রাজধানীতে রস ও পিঠা উৎসব

admin
January 22, 2016 3:10 pm
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ মাঘের শীত জেঁকে বসেছে পুরো দেশে। খেজুর রস আর পিঠায় শীত উপভোগ করছেন দেশবাসী। তবে সে আনন্দ থেকে কিঞ্চিৎ বঞ্চিত রাজধানীবাসী।

নগরবাসীকে পিঠেপুলির সেই স্বাদ মনে করিয়ে দিতেই রমনা পার্কে ‘রঙ্গে ভরা বঙ্গে’ নামের একটি সংগঠনের আয়োজনে হয়ে গেল রস ও পিঠা উৎসব। মাঘের শীতের সকালে দর্শনার্থীদের জন্য এ উৎসব এক অনাবিল আনন্দ এনে দেয়।

গৎবাঁধা নগর জীবন থেকে একটু বেরিয়ে যেন পুরোপুরি বাঙালি আনায় সাজানো এই রস উৎসব। আয়োজনে প্রাণ আনতেই শহরের মধ্যে একখণ্ড সবুজ রমনার খেজুর তলায় বসে এই মেলা।

খেজুরের রসতো ছিলই, সঙ্গে ছিল খই, গুড়, মুড়ি আর পিঠ। আর তাই এমন আয়োজনে তৃপ্ত শহুরে মানুষগুলো। ঐতিহ্য ধরে রাখার এই উৎসব আরো বড় পরিসরে করার কথা জানালেন আয়োজকরা। উৎসবে ছিল বাউল গানের আসরও।

মাঘের কুয়াশা ভেদ করে সকালের সোনালী আলোয় শিশিরে পা ভিজিয়ে হাতে গ্লাস ভর্তি এক গ্লাস তাজা খেজুরের রস। বাড়তি পাওনা হিসেবে কানে ভেসে আসছে বাউলের গান। সবকিছু মিলিয়ে এ যেন আবহমান সেই গ্রাম-বাংলা। এ যেন নাড়ির টানে শিকরে ফিরে যাওয়া।

http://www.anandalokfoundation.com/