13yercelebration
ঢাকা

রকেট বিস্ফোরণ হল ভাসমান জাহাজে ল্যান্ডিংয়ে সময়

admin
January 19, 2016 12:11 pm
Link Copied!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে যুক্ত সংস্থা স্পেস এক্সের ফ্যালকন ৯ রকেট সমুদ্রে ভাসমান জাহাজের বুকে নামতে ব্যর্থ হলো। এর আগেও স্থলে রকেট নামিয়েছে স্পেস এক্স। তবে এ বার এক চুলের জন্য রকেট নামাতে ব্যর্থ হল মার্কিন সংস্থাটি।

মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছেন, প্রথমে সব কিছু ঠিকঠাকই চলছিল। নামার সময় হঠাৎ ‘হার্ড ল্যান্ডিং’-এর কারণে রকেটটির একটি ‘ল্যান্ডিং লেগ’ ভেঙে যায়। তাতেই বাঁধে বিপত্তি। ভেঙে পড়ে রকেটটি। বিস্ফোরণের জেরে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় রকেটটি।

বিজ্ঞানীদের আশঙ্কা, ল্যান্ডিং লেগটি ঠিক মতো লাগানো ছিল না, তাতেই নামার সময় দুর্ঘটনাটি ঘটে।

http://www.anandalokfoundation.com/