13yercelebration
ঢাকা

যেভাবে হোয়াটসঅ্যাপে একসঙ্গে ২৫৬ জনকে ম্যাসেজ পাঠাবেন

নিউজ ডেক্স
December 7, 2021 4:57 pm
Link Copied!

কোনও গ্রুপ বানানো ছাড়া সর্বাধিক ২৫৬ জনকে যে ভাবে ম্যাসেজ পাঠানো যাবে। খুবই  সহজ পদ্ধিতি, হোয়াটস্অ্যাপের এই পদ্ধতিকে বলে  ‘ব্রডকাস্ট লিস্ট’ । 

– প্রথমে হোয়াস্অ্যাপে ঢুকে চ্যাট স্ক্রিনের ডানদিকের উপরে তিনটি ডটে আঙুলের চাপ দিন।

– সেখানে ড্রপ ডাউন থেকে বেছে নিতে হবে ‘নিউ ব্রডকাস্ট’ অপশন।

–  নিউ ব্রডকাস্ট এ আঙুল ছোঁয়ালেই মোবাইলে সেভ করা নম্বরের তালিকা দেখা যাবে ।

– এখান থেকে বেছে নিতে হবে আপনি কাদের কাদের ম্যাসেজ পাঠাবেন।  একবারে ২৫৬টি নম্বর নির্বাচন করা যায়।

– এবার একটি অ্যারো চিহ্ন দেখা যাবে। সেটায় আঙুল ছোঁয়ালেই তৈরি হবে ব্রডকাস্ট গ্রুপ।

এবার ম্যাসেজ পাঠিয়ে দিলেই আপনার কাজ শেষ  ব্যক্তিগতভাবে ভাবে সকলের কাছে চলে যাবে ম্যসেজ।

http://www.anandalokfoundation.com/