যশোরের হামিদপুর বাস স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে ৮৩১ গ্রাম ওজনের ৫ টি স্বর্ণবারসহ ২ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
আটক আসামী হলেন, রাজবাড়ি জেলার সদর উপজেলার আব্দুল গনি সরদারের ছেলে আব্দুল হালিম (২৭) শরিয়াতপুর জেলার নড়িয়া উপজেলার নান্নু মাতবরের ছেলে শহিদুল ইসলাম (২৯)।
সোমবার ( ১৮ আগস্ট) সকালে ৪৯ বিজিবি এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোরের কোতোয়ালী থানাধীন হামিদপুর বাস স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে দুইজনকে আটক করে। আটককৃত ব্যক্তিদের পরিহিত প্যান্টের পকেটে বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় ৫ পিচ স্বর্ণবার ও ২ পিচ মোবাইল ফোন পাওয়া যায়।
আটককৃত আসামীদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, একজন ঢাকা থেকে নাভারন এবং অপরজন ঢাকা থেকে কাজীরহাট হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিল। তারা আরো জানায় একজন ঢাকার যাত্রাবাড়ী অন্যজন ঢাকার তেঘরিয়া, কেরানীগঞ্জ এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে নাভারন ও কাজীরহাট গমন করছিল।
আটককৃত স্বর্ণের আনুমানিক মূল্য ১,২২,২৫,৬৭২/-(এক কোটি বাইশ লক্ষ পঁচিশ হাজার ছয়শত বাহাত্তর) টাকা ২ পিচ মোবাইল এর মূল্য ৪০,০০০/-(চল্লিশ হাজার) টাকা, এবং নগদ ১৫,৭৩০/- টাকাসহ সর্বমোট আনুমানিক সিজার মূল্য ১,২২,৮১,৪০২/-(এক কোটি বাইশ লক্ষ একাশি হাজার চারশত দুই) টাকা।
এ ব্যাপারে ৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দীর্ঘ দিন যাবত অস্ত্র, স্বর্ণ, রূপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালানী মালামাল আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।
সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে। এবং আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।