মেহের আমজাদ,মেহেরপুর (০৪-০৩-১৭) মেহেরপুর সদর উপজেলার রাজাপুর ও বারাকপুর গ্রামের বিএনপি ও জামায়াত-এর শতাধিক নেতা-কর্মী আওয়ামীলীগে যোগদান করেছেন।
গতকাল শনিবার রাত ৮ টার দিকে বুড়িপোতা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ওয়াসিম ও মিনারুল ইসলামের নেতৃত্বে মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও সদর থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল-এর হাতে ফুল দিয়ে বিএনপি ও জামাত-এর শতাধিক নেতা-কর্মী আওয়ামীলীগে যোগদান করেন। এ সময় বিএনপি ও জামায়াত থেকে আওয়ামীলীগে যোগদান কারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান সদর থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল।
এসময় জেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মতিউর রাহমান মতিন সহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। আওয়ামীলীগে যোগদান করেছেন আবদার আলী, সুফল, হাসেম, হান্নান, অজির আহম্মেদ সহ শতাধিক বিএনপি ও জামায়াত নেতা-কর্মীরা।