13yercelebration
ঢাকা

মেডিক্যালে ভর্তির ফল প্রকাশ

admin
September 20, 2015 1:24 pm
Link Copied!

ছবির আহমেদ আবির: ২০১৫-১৬ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজসমূহ ও ডেন্টাল কলেজে প্রথম বর্ষ এমবিবিসি ও বিডিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের ডাইরেক্টর (মেডিক্যাল এডুকেশনের) প্রফেসর আবদুল হান্নান রাইজিংবিডিকে এ তথ্য জানান।

তিনি জানান, এ বছর মেডিক্যাল ভর্তি পরীক্ষায় মোট উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ৪৮ হাজার ৪৬৮ জন। মোট আবেদন করেছিল ৮৪ হাজার ৭৮৪ জন শিক্ষার্থী। পরীক্ষায় অংশ নেয় ৮২ হাজার ৯৬৪ শিক্ষার্থী। অনুপস্থিত ছিল ১  হাজার  ৮২০ জন। এ বছর সরকারি মেডিক্যাল কলেজগুলোতে মোট শিক্ষার্থী নেবে ৩ হাজার ২১২ জন। সরকারি ডেন্টাল কলেজে নেবে ৫৩২ জন। বেসরকারি মেডিক্যাল কলেজে ৬ হাজার এবং বেসরকারি ডেন্টালে ১৩ হাজার ৫৫ জন শিক্ষার্থী পড়ার সুযোগ পাবেন। ১৮ সেপ্টেম্বর শুক্রবার এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

 

http://www.anandalokfoundation.com/