13yercelebration
ঢাকা

মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করার দাবী

admin
December 4, 2016 7:41 am
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ ওআইসিভুক্ত দেশগুলোকে সাথে নিয়ে গণহত্যার দায়ে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করার জন্য সরকারের প্রতি দাবী জানিয়েছে আওয়ামী ওলামালীগ।

গতকাল জাতীয় প্রেস কাবের সামনে আওয়ামী ওলামা লীগসহ সমমনা ১৩টি ইসলামিক দলের উদ্যোগে ১৪ দফা দাবিতে অনুষ্ঠিত এক মানববন্ধনে এই আহ্বান জানান হয়।

দেশটির ওপর অবরোধ আরোপ করা, ব্যবসাবাণিজ্য বন্ধ করাসহ মিয়ানমার থেকে কূটনৈতিক প্রত্যাহারের উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছে আওয়ামী ওলামা লীগ।

নেতৃবৃন্দ বলেন, স্বাধীন মুসলিম দেশ আরাকান ১৭৮৪ সালে তৎকালীন বার্মা দখল করে নেয়। এ ছাড়া ১৯৬২ সালে সামরিক জান্তা মতা দখলের পর থেকে আরাকান রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের বিতাড়নের জন্য এক সুদূরপ্রসারী পরিকল্পনা হাতে নেয়। মুসলিমবিদ্বেষী অং সান সু চির সামরিক সরকার আরাকানের মুসলমানদের ওপর, গণহত্যাসহ ও বহুমুখী নির্যাতন চালিয়ে আসছে।

মানববন্ধন কর্মসূচি পরিচালনা করেন সম্মিলিত ইসলামি গবেষণা পরিষদের চেয়ারম্যান হাফেজ মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার। এতে প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আল্লামা শায়েখ খন্দকার গোলাম মওলা নকশাবন্দি। এ সময় আরো উপস্থিত ছিলেন ওলামা লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ মাওলানা মুহম্মদ আখতার হুসাইন বুখারী, সাধারণ সম্পাদক কাজী মাওলানা মুহম্মদ আবুল হাসান শেখ শরীয়তপুরী, বঙ্গবন্ধু ওলামা ফাউন্ডেশনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ নাফেয়ী প্রমুখ।

http://www.anandalokfoundation.com/