13yercelebration
ঢাকা

মিল্ক ভিটার সুনাম অক্ষুন্ন রাখতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির সুপারিশ

Rai Kishori
August 20, 2019 6:24 pm
Link Copied!

ঢাকা, ৫ ভাদ্র (২০ আগস্ট) : দুধের গুণগত মান নিশ্চিত করতে প্রয়োজনীয় জনশক্তি নিয়োগের মাধ্যমে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করে মিল্ক ভিটার সুনাম অক্ষুন্ন রাখতে সুপারিশ করে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটি।

এই প্রতিষ্ঠানে কোন অনিয়ম, দুর্নীতি থাকলে তা প্রতিকারের জন্য কঠোর নীতি প্রণয়নের সুপারিশ করা হয়। কমিটি সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলার বাঘাবাড়িতে দুগ্ধ কারখানা পরিদর্শনের সিদ্ধান্ত গ্রহণ করে। ২০১৭-১৮ অর্থবছরে ৩২৩ কোটি ৫৭ লাখ টাকার দুগ্ধজাত পণ্য বিক্রয় হয় বলে বৈঠকে জানানো হয়।
সরকারি প্রতিষ্ঠান কমিটির ৫ম বৈঠক কমিটির সভাপতি আ স ম ফিরোজের সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান, ওমর ফারুক চৌধুরী, ইসমাত আরা সাদেক, নারায়ন চন্দ্র চন্দ,
মোঃ মাহবুব উল আলম হানিফ, মির্জা আজম, মোহাম্মদ নজরুল ইসলাম এবং মোঃ জিল্লূল হাকিম বৈঠকে অংশ গ্রহণ করেন।

বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিঃ (মিল্ক ভিটা) এর সার্বিক কার্যক্রম সম্পর্কে বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব, মিল্ক ভিটা লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

http://www.anandalokfoundation.com/