13yercelebration
ঢাকা

মারকসুরের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণের জোর প্রচেষ্টা

ডেস্ক
February 2, 2023 4:05 pm
Link Copied!

মারকসুরের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণের জোর প্রচেষ্টা চালানো হচ্ছে। দ্বি-পাক্ষিক বাণিজ্য সহযোগিতা ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে এফবিসিসিআই ও ব্রাজিলের বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক শীর্ষসংস্থা এপেক্স-ব্রাজিলের মাঝে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গতকাল বুধবার (১ ফেব্রুয়ারি) এ স্মারক স্বাক্ষর করা হয়।

বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ ও রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসার উপস্থিতিতে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন এফবিসিসিআই সভাপতি মো. জসীম উদ্দিন এবং এপেক্স-ব্রাজিলের প্রেসিডেন্ট জর্জ ভিয়ানা। মারকসুরভুক্ত আঞ্চলিক বাণিজ্য বাজারে বাংলাদেশের পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষের নেতৃত্বে এফবিসিসিআই সভাপতি জসীম উদ্দিনসহ ৬ সদস্যের একটি প্রতিনিধিদল ব্রাজিল ও আর্জেন্টিনা সফর করছেন।

ব্রাজিলের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনায় বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের পক্ষ হতে আলোচনায় অংশ নেন ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা, এফবিসিসিআই সভাপতি মো. জসীম উদ্দিন, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান ও বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ দাউদুল ইসলাম। এ ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের উপ-প্রধান মাহমুদুল ইসলাম এবং টিসিবির সিনিয়র এক্সিকিউটিভ আবুল হাসনাত চৌধুরী।

ব্রাজিল প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এপেক্স-ব্রাজিলের বিজনেস প্রমোশনের পরিচালক আনা রিপেজা। ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট বিভাগের অ্যাম্বাসেডর এলেক্স জিয়াকোমেলি, ব্রাজিলিয়ান অ্যাসোসিয়েশান ফর এনিমেল রিসাইক্লিংয়ের পরিচালক লুকাস পরটেলা, ব্রাজিলিয়ান অ্যাসোসিয়েশান ফর এনিমেল প্রোটিনের পরিচালক লুইস রুয়া, ব্রাজিলিয়ান অ্যাসোসিয়েশান ফর সুগারকেনের পরিচালক এডুয়ার্ডো লিয়াউ, ব্রাজিলিয়ান কটন প্রডিউসারস অ্যাসোসিয়েশানের পরিচালক আলেক্সান্দ্রে পেড্রো, ব্রাজিলিয়ান অ্যাসোসিয়েশান ফর চকোলেটস, পিনাটস অ্যান্ড ক্যান্ডির প্রেসিডেন্ট উবিরেসি ফনসেকা, ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রতিনিধি পরিচালক এলোইসিও বারবোসা প্রমুখ ব্রাজিলের পক্ষ হতে আলোচনায় অংশ নেন। এ ছাড়াও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ব্রাজিলের বাণিজ্য মন্ত্রণালয়ের ট্রেড প্রমোশন বিভাগের পরিচালক জানাইনা সিলভা। আলোচনায় সকলেই ব্রাজিল-বাংলাদেশ দ্বি-পাক্ষিক বাণিজ্য বৃদ্ধির আশ্বাস ব্যক্ত করেন।

দারিদ্র বিমোচন ও বৈষম্য দূরীকরণ, নারীর ক্ষমতায়ন কিংবা জলবায়ু পরিবর্তন মোকাবেলার চ্যালেঞ্জসমূহ বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সাফল্যের প্রশংসা করে ব্রাজিল প্রতিনিধিদলের প্রধান আনা রিপেজা বাংলাদেশ ও ব্রাজিলের মাঝে বিদ্যমান সহযোগিতার ক্ষেত্রসমূহকে চিহ্নিত করেন। সেই সঙ্গে দ্বি-পাক্ষিক বাণিজ্য বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। বিশ্বজুড়ে কভিড মহামারির মধ্যেও বাংলাদেশের প্রবৃদ্ধি ৬ শতাংশের বেশি থাকায় আনা রিপেজা বাংলাদেশ সরকারের গৃহীত কর্মসূচির প্রশংসা করেন। এসময় এফবিসিসিআই-এর ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ১১-১৩ মার্চ, ঢাকায় অনুষ্টিতব্য বাংলাদেশ বিজনেস সামিট-২০২৩-এ অংশগ্রহণ করার জন্য আনা রিপেজা ও এপেক্স ব্রাজিলের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানো হয়।

দক্ষিণ আমেরিকার বাণিজ্যিক রাজধানী সাওপাওলোতে ব্রাজিলের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য সংস্থা এবিআইওভিইর (ভোজ্যতেল উৎপাদনকারী এসোসিয়েশন) প্রেসিডেন্ট আন্দ্রে নাসার সঙ্গে বাণিজ্য আলোচনায় অংশ নেয় বাংলাদেশের প্রতিনিধিদল। এ ছাড়াও ফরেন ট্রেড সেক্রেটারি মিস তাতিয়ানা প্রাজেরেসের সঙ্গে ব্রাসিলিয়াতে গুরুত্বপূর্ণ বৈঠক করেন তারা।

বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল (ফরেন সেক্রেটারি) মারিয়া রোশার সঙ্গে বৈঠক করে প্রতিনিধিদল। বৈঠকে দ্বি-পাক্ষিক বাণিজ্য সহযোগিতা বৃদ্ধিতে ব্রাজিল-বাংলাদেশ এক সঙ্গে কাজ করবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

http://www.anandalokfoundation.com/