13yercelebration
ঢাকা

মানব দেহের গঠন

admin
October 11, 2015 6:51 pm
Link Copied!

চক্র, গ্রন্থি ও বৃত্তিঃ মানবদেহ পাঞ্চভৌতিক সত্তা- ক্ষিতি, অপ, তেজ, মরুৎ,ব্যোম এই পঞ্চ তত্ত্বে তৈরী। এই মানব দেহকে অন্নময় কোষও বলা হয়।জীবদেহ একটা জৈবিক যন্ত্র। আমাদের মন এই জৈবিক যন্ত্রের মাধ্যমে কাজ করে। এই জৈবিক যন্ত্রে রয়েছে স্নায়ুকোষ-স্নায়ুতন্তু, চক্র, অন্তঃক্ষরা গ্রন্থি,দশ ইন্দ্রিয়। আবার খাদ্য, জল, আলো, বায়ু ইত্যাদি দ্বারা এই শরীর পুষ্ট হয়। প্রাণশক্তি এই শরীররূপী জৈবিক যন্ত্রটাকে সচল রাখে।

আমাদের মন হ’ল কতগুলি বৃত্তির সমাহার। মানব মনে ৫০টি মূল বৃত্তি রয়েছে। প্রতিটি মানুষের মধ্যে রয়েছে ষড়রিপু আর অষ্টপাশ। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য্য এই ছয়টিকে বলে রিপু বা শত্রু। আর ঘৃণা, শঙ্কা, ভয়, লজ্জা, জুগুপ্সা, কুল, শীল ও মান এই আটটিকে বলে অষ্টপাশ বা বন্ধন রজ্জু। মানুষের মন এই সব বৃত্তির প্রভাবে কাজ করে।

http://www.anandalokfoundation.com/