13yercelebration
ঢাকা

মানবিকতা ও নৈতিকতার সমন্বয় ঘটিয়ে দক্ষ পেশাজীবী হিসেবে গড়ে উঠতে হবে – ধর্ম প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
January 10, 2022 10:00 pm
Link Copied!

ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে রূপকল্প-২০৪১ ঘোষণা করেছেন। বাংলাদেশ ইতোমধ্যে স্বল্পোন্নত দেশের পর্যায় হতে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে।

আগামী দিনে উন্নত বাংলাদেশ বিনির্মাণে প্রয়োজন হবে উন্নতমানের ডাক্তার, নার্স, মেডিকেল টেকনোলজিস্টসসহ দক্ষ ও যোগ্য পেশাজীবী নাগরিক। এর জন্য শিক্ষার সাথে মানবিকতা ও নৈতিকতার সমন্বয় ঘটিয়ে শিক্ষার্থীদের আদর্শ ও যোগ্য পেশাজীবী হয়ে গড়ে উঠতে হবে।

আজ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে শেখ হাসিনা ইনস্টিটিউট অভ্ হেলথ টেকনোলজি, ইসলামপুর, জামালপুর আয়োজিত ২০২০-২১ শিক্ষা বর্ষের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, মানুষকে সেবা প্রদানের মানসিকতা নিয়ে শিক্ষা অর্জন করতে হবে। শুধু অর্থ উপার্জনের মানসিকতা মানুষকে যন্ত্রে পরিণত করে। যারা দেশের প্রকৃত কল্যাণে কাজে আসে না। তিনি আরো বলেন, জেলে, কামার, কুমার, বেদে, হিজড়াসহ সমাজের সকল শ্রেণির মানুষকে  নিয়ে উন্নয়ন কার্যক্রম সম্পাদন করতে হবে। সকল মানুষের কল্যাণ নিশ্চিত করা গেলেই দেশ সোনার বাংলায়  রূপান্তরিত হবে, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করা হবে।

ফরিদুল হক খান বলেন, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সারা দেশের স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা ও নৈতিক চেতনার বিকাশ ঘটাবে।

শেখ হাসিনা ইনস্টিটিউট অভ্ হেলথ টেকনোলজি, ইসলামপুর, জামালপুর এর অধ্যক্ষ ডা. প্রদীপ কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তৃতা করেন ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট এস এম জামাল আব্দুন নাছের চৌধুরী বাবুল, উপজেলার নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান ও ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এটিএম আবু তাহেরসহ প্রমুখ।

উন্নয়ন কাজের উদ্বোধনঃ

ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান আজ ইসলামপুর উপজেলার সদর ইউনিয়নের উত্তর গংগাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন, পচাবহলা ফকিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন এবং ৪ কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে নির্মিত পচাবহলা জিসি- মেলান্দহ সীমানা রাস্তার ৬০ মিটার দীর্ঘ ব্রিজের শুভ উদ্বোধন করেন। পরে প্রতিমন্ত্রী পচাবহলা ভোলা মিয়া হাফেজিয়া মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং পচাবহলা বাজার মসজিদের উদ্বোধন করেন।

http://www.anandalokfoundation.com/