14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সম্প্রদায়িক সম্প্রীতি জোরদারের লক্ষ্যে মাগুরায় সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত

Brinda Chowdhury
December 30, 2019 6:44 pm
Link Copied!

মাগুরা প্রতিনিধি :মাগুরায় আজ সোমবার সকালে শহরের নোমানী ময়দানে “শতবর্ষের পথে বঙ্গবন্ধু ও সম্প্রীতি’র বাংলাদেশ ” স্লোগান শীর্ষক সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত হয়েছে।জেলা প্রশাসনের আয়োজনে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

জেলার বিভিন্ন জায়গা থেকে আগত বিভিন্ন সম্প্রদায় হাজার হাজার মানুষের উপস্থিতিতে ,মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

প্রধান বক্তা ছিলেন সম্প্রীতি বাংলাদেশের আহবায়ক বিশিষ্ট অভিনেতা পীযূষ বন্দোপাধ্যায়। বিশেষ অতিথি ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী ড. বীরেন শিকদার, সাবেক তথ্য সচিব ও সম্প্রীতি বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক মোঃ নাসির উদ্দিন, মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা পঙ্কজ কুন্ডু, জেলা পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, সম্প্রীতি বাংলাদেশের সদস্য সচিব ডা. মামুন আল মাহতাব, আব্দুল মমিন, বাসুদেব কুন্ডু, ফাদার রেভারেন নিখিল দাসসহ অন্যরা ।

প্রধান আলোচকের বক্তব্যে পীযুষ বন্দ্যোপাধ্যায় বলেন, ”মুক্তিযুদ্ধে চেতনায়,অসাম্প্রদায়িক চেতনায়, ধর্ম নিরপেক্ষতা ও বঙ্গবন্ধুর আদর্শের মানবিক ও সুন্দর জাতি হিসেবে গড়ে তোলার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও দূরদর্শী নেতৃত্বে দেশ ও জাতি আবার সঠিক ইতিহাসের পথে ফিরে এসেছে। যেকোনো মূল্যে এই সম্প্রীতি ধরে রেখে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।’

http://www.anandalokfoundation.com/