13yercelebration
ঢাকা

মহাতীর্থ লাঙ্গলবন্দ পরিদর্শন করলেন হিন্দু মহাজোট ও মহাতীর্থ লাঙ্গলবন্দ ফাউন্ডেশন

admin
September 15, 2016 10:52 pm
Link Copied!

বিশেষ প্রতিনিধিঃ নারায়নগঞ্জ জেলায় মহাতীর্থ লাঙ্গলবন্দ জমিদার কালীনারায়ন সেন চৌধুরীর স্মৃতি বিজড়িত ৫২ শতাংশ জায়গার উপর প্রতিষ্ঠিত শ্রী শ্রী দঃক্ষিনেশ্বর কালী মন্দির এখন বিলুপ্তির পথে।

আজ ১৫ই সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ও মহাতীঁর্থ লাঙ্গলবন্দ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ সরেজমিন পরিদর্শনে গিয়ে বেদখল ও জরাজীর্ণ মন্দির দেখে হতাশা ব্যক্ত করেন। মূল্যবান এ জায়গার সিংহভাগই ১৩ টি মুসলিম পরিবার ভোগদখল করে আসছে।

কর্তৃপক্ষের উদাসীনতায় শ্রী শ্রী দঃক্ষিনেশ্বর কালী মন্দির ও জমিদার কালীনারায়ন সেন চৌধুরীর সমাধিস্থলের অস্তিত্ব বিলুপ্তির শেষ প্রান্তে।ফাউন্ডেশনের নেতৃবৃন্দ বিলুপ্ত প্রায় ধর্মীয় এ স্থানটি পূনরুদ্ধার, রক্ষা ও সংস্কারকল্পে করণীয় বিষয়ে পার্শ্ববর্তী ব্রম্ম মন্দিরে এক জরুরী বৈঠকে মিলিত হন।

বৈঠকে অংশ গ্রহণ করেন ফাউন্ডেশনের নেতা ও বাংলাদেশ জাতীয় হিন্দু মহজোটের সিনিয়র সহ-সভাপতি মানিক চন্দ্র সরকার, ডা. মৃত্যুঞ্জয় রায়, নারায়ণগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও বিষেরবাঁশীডটকমের সম্পাদক সুভাষ সাহা, চট্টগ্রাম ডিভিশনের সমন্বয়ক সুবীর কান্তি সাহা, দঃক্ষিনেশ্বর মন্দিরের সেবায়েত শ্রী ভক্ত চন্দ্র বিশ্বাস, ব্রহ্ম মন্দিরের সেবায়েত শ্রী মাধব চক্রবর্তী, বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট সম্পাদক মিল্টন বসু, দপ্তর সম্পাদক সুভাষ রায়, না’গঞ্জ বন্দর উপজেলার হিন্দু ছাত্র মহাজোটেরর সাধারণ সম্পাদক সঞ্জয় চন্দ্র রায়, সহ-সাধারণ সম্পাদক পার্থ সারথী রায়, অর্থ সম্পাদক সঞ্জিত সাহা, রিপন সাহা, মন্দিরের ভক্ত গৌতম কুমার দাস, নারায়ণ চন্দ্র পাল,আশুতোষ ধর প্রমূখ। পরিদর্শনের দ্বিতীয় পর্যায়ে নেতৃবৃন্দ ব্রম্ম মন্দিরে গঙ্গা পুজার আয়োজনে অংশগ্রহণ করেন।

http://www.anandalokfoundation.com/