মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের ২০১৭-২০১৮ অর্থ বছরের উন্মুক্ত বাজেট অনুষ্ঠান গতকাল মঙ্গলবার ২৩শে মে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ওই বাজেটে সম্ভাব্য আয় ১,১৩,১১,৫২৬/- টাকা ব্যায় ১,০৯,৭৫,৫৮১/- টাকা ও উদ্ধৃত্ত দেখানো হয়েছে। ৩,৩৫,৯৪৫/-টাকা। কামারখালী ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষনা করেন চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু)।
কামারখালী ইউনিয়নের চেয়ারম্যানের সভাপতিত্ত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বাজেট অধিবেশনে বক্তব্য দেন মধুখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক (বকু), এছাড়া আরও বক্তব্য দেন কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ- সভাপতি এম.এ মান্নান মন্নু, সহ-সভাপতি কাজী সুরাজুল হক, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বিশ্বাস, কামারখালী চাঁদতারা মসজিদের ঈমাম মাওলানা মোঃ আমিন উদ্দিন মোল্যা জিহাদী, কামারখালী সোনালী ব্যাংক কর্মকর্তা তরুন কুমার চৌধুরী, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোহাম্মাদ আলী মোল্যা, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ হারুন অর রশিদ মোল্যা, ৪নং ওয়ার্ডের ইউ.পি সদস্য মোঃ ফরিদ হোসেন, ইউ.পি সচিব মোঃ ইকবাল হোসেন প্রমূখ।
অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আড়পাড়া ইউনিয়নের ইউ.পি সদস্য মোঃ আবু বাহার শেখ (এবি), মধুখালী যুলীগের নেতা মোঃ হেলাল হোসেন, কামারকালী ইউনিয়ন যুবলীগের নেতা মোঃ এনামুল হক মাহাবুব, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সাগর হোসেন, কামারখালী ইউনিয়ন ডিজিটাল উদ্দ্যেক্তা মোঃ শাহীন হোসেন মোল্যা, কামারখালী ইউনিয়নের, সংরক্ষিত ইউ.পি মহিলা সদস্য মোছাঃ ফজিলা বেগম, জোহরা আকরাম, শাহাজাদী বাদশা, বীরশ্রেষ্ঠ উ্চ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ মোল্যা, দয়ারামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বাবুল হোসেন মীর, কামারখালী উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মোঃ নজির আহম্মেদ, ইউপি সদস্য হাবিবুর রহমান, মোঃ আবুল কালাম (জামাল), আবুল কালাম আজাদ, মোঃ ইলিয়াস শেখ, মোঃ রেজাউল ইসলাম, মোঃ তিলাম হোসেন, মোঃ ওয়াজেদ শেখ, ০২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ নিয়ামত হোসেন মোল্যা, ০২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ আতিয়ার রহমান মন্টু, ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ মহসীন মোল্যা, ০৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক দেব দুলাল রায়, ০৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান মোল্যা, কামারখালী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী প্রশান্ত কুমার সাহা, কামারখালী ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারী, সহ গ্রাম পুলিশ, ও এলাকার সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। সবশেষে সমাপনী বক্তব্য দিয়ে চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু) বাজেট ঘোষণা শেষ করেন। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন মোঃ মিজানূর রহমান বাবলু।