14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মধুখালীতে নারী উন্নয়ন ফোরাম পরিচালন কার্যকরী কমিটি গঠন

Link Copied!

ফরিদপুরের মধুখালী উপজেলা পরিষদের আয়োজনে ওকার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার প্রকল্প, স্থানীয় সরকার
বিভাগের সহযোগিতায় উপজেলা নারী উন্নয়ন ফোরাম পরিচালন ওকার্যকরী কমিটির গঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিকুর রহমান চৌধুরী’র সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নারী উন্নয়ন ফোরাম পরিচালন ও কার্যকরী কমিটির গঠনের লক্ষ্যে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন
উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম। আরো বক্তব্য রাখেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, মোরশেদা আক্তার মিনা, জেলা ফ্যাসিলিলেটর মোঃ মনিরুজ্জামান মজুমদার ও উপজেলা মহিলা
বিষয়ক কর্মকর্তা গৌরঙ্গ চন্দ্র মন্ডল প্রমুখ। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলভি রহমান সহ আরো অনেকে। আলোচনা পরবর্তী উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদ ও একটি পৌর সভার সংরক্ষিত নির্বাচিত সদস্যগণের উপস্থিতে সাধারন সম্পাদক ও সহ-সভাপতি পদে নিবার্চন অনুষ্ঠিত হয় ।

পদাধিকার বলে মহিলা উপজেলা ভাইস চেয়ারম্যান সভাপতি নির্বাচিত হবেন। উপজেলা ভাইস চেয়ারম্যান মোরশেদা আক্তার মিনা সভাপতি, মধুখালী পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর নাজমা সুলতান সাধারণ সম্পাদক, কামালদিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য সাহেরা বেগম সহ-সভাপতি, জাহাপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য লিপিকা রানীকে অর্থ সম্পাদক ও সাধারণ ৭ সদস্য নিয়ে ১১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটি আড়াই বছর দায়িত্ব পারন করবে। উপজেলা নারী উন্নয়ন ফোরাম পরিচালন ও কার্যকরী কমিটির গঠন বিষয়ক কর্মশালা পরবর্তী একই ভেন্যুতে উপজেলা পরিষদের কমিটির কার্যক্রম পর্যবেক্ষণ টুলস ও গাইডলাইন বিষয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

http://www.anandalokfoundation.com/