13yercelebration
ঢাকা

মঙ্গল গ্রহে আলু চাষ!

admin
January 3, 2016 3:15 pm
Link Copied!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: মঙ্গলগ্রহে আলু চাষ করতে পারবেন চাষীরা! হ্যাঁ, এমনই পরিকল্পনা করেছেন বিজ্ঞানীরা। এখন থেকে পৃথিবীর বুকেই মঙ্গলগ্রহের পরিবেশে আলু চাষ কর যাবে!

লাল গ্রহে গম্বুজ নির্মাণ করে অমূল্য ফসল চাষ বড় পদক্ষেপের মধ্যে একটি।

পেরুর ইন্টারন্যাশনাল পটেটো সেন্টার (সিআইপি) ও যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার দাবি, তারা প্রমাণ পেয়েছে যে, প্রতিকূল পরিবেশে আলু চাষ পৃথিবীর লাখ লাখ মানুষের জীবন বাঁচাবে।

গবেষকরা বলেছেন, অপুষ্টি ও দরিদ্র এলাকাগুলোতে গবেষণা ও চাষ এবং আলুর পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করবে এই প্রকল্প।

সিআইপির জনসংযোগ বিভাগের প্রধান জোয়েল র‌্যাংক বলেন, ‘সবাইকে আমাদের বুঝাতে হবে যে, যদি মঙ্গলগ্রহের মতো প্রতিকূল কোনো পরিবেশে আলু চাষ করতে পারি, তাহলে পৃথিবীর লাখ লাখ লোকের জীবন বাঁচাতে পারব।’

চাষের জন্য পেরুর প্যামপাস দে লা জয়া মরুভূমির মাটি পরীক্ষা করে দেখেছেন গবেষকরা। এখানকার মাটি প্রায় মঙ্গলের মতো। পরীক্ষাগারে অনেকটা মঙ্গলগ্রহের পরিবেশের মতো পরিবেশ সৃষ্টি করে আলু চাষ করার লক্ষ্য নির্ধারণ করেছেন তারা। তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া।

http://www.anandalokfoundation.com/