13yercelebration
ঢাকা

ভারতে ২৪ ঘণ্টায় ২ লাখ ১৭ হাজার আক্রান্ত

Brinda Chowdhury
April 16, 2021 12:49 pm
Link Copied!

কোভিড-১৯ মহামারিতে বিপর্যস্ত ভারত। রোজ আক্রান্তের নতুন রেকর্ড হচ্ছে দেশটিতে।  গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ লাখ ১৭ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছেন।  যা দেশটিতে এ যাবৎকালে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে শুক্রবার এই তথ্য জানিয়েছে দেশটির নির্ভরযোগ্য গণমাধ্যম এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া।

এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারতে গত একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৭ হাজার ৩৫৩ জন।  এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়ালো ১ কোটি ৪২ লাখ ৮৭ হাজার ৭৪০ জনে।  এই সময়ে মৃত্যু হয়েছে ১১৮৫ জনের।  এ নিয়ে মৃত্যুর পরিসংখ্যান বেড়ে ১ লাখ ৭৪ হাজার ৩০৪ জন হয়েছে।

কর্নাটক ও নয়াদিল্লিতে করোনা পরিস্থিতি ভয়াবহ।  ১৪৭৩৮ জন আক্রান্ত হয়েছেন কর্নাটকে।  আর দিল্লিতে গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৬৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে।  নয়াদিল্লির রাজ্য সরকার রাত্রিকালীন কারফিউ জারি করেছে, বন্ধ রেখেছে শপিং মল।

দেশটিতে করোনার টিকাদান কর্মসূচি পুরোদমে চলছে।  গত ২৪ ঘণ্টায় ২৭ লাখ মানুষকে টিকা দেওয়া হয়েছে।

http://www.anandalokfoundation.com/